Press "Enter" to skip to content

হিন্দুস্থান ক্লাব ম্যারাথন সিজন ৩ দক্ষিণ কলকাতাকে রূপ দিল ফিটনেস কার্নিভালে…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩১ ডিসেম্বর ২০২৫।  হিন্দুস্থান ক্লাব লিমিটেড সফলভাবে সম্পন্ন করল ‘রেইজিং দ্য ডাস্ট’ মিনি ম্যারাথন সিজন ৩। ‘রান ফর আ হেলদি ইউ’—এই অনুপ্রেরণামূলক থিমকে সামনে রেখে আয়োজিত এই ম্যারাথন দক্ষিণ কলকাতাকে পরিণত করে ফিটনেস, সহনশীলতা ও সামষ্টিক চেতনার এক প্রাণবন্ত উৎসবে। ক্লাবের গৌরবময় ৮০তম বর্ষপূর্তি উদ্‌যাপনের অঙ্গ হিসেবে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে, যা ক্রীড়া, সুস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতি হিন্দুস্থান ক্লাবের দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে আরও একবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হিন্দুস্থান ক্লাবের ঐতিহ্যবাহী প্রাঙ্গণ থেকেই শুরু ও সমাপ্ত হয় এই ম্যারাথন। স্কুলপড়ুয়া শিশু, প্রথমবার দৌড়াতে নামা অংশগ্রহণকারী, অভিজ্ঞ দৌড়বিদ থেকে শুরু করে প্রবীণ নাগরিক—মোট ১,৫০০-রও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ২০২৩ সালে সূচনার পর থেকে ‘রেইজিং দ্য ডাস্ট’ ধীরে ধীরে কলকাতার রানিং ক্যালেন্ডারের একটি বহুল প্রতীক্ষিত ইভেন্টে পরিণত হয়েছে, যেখানে প্রতিযোগিতার চেয়ে যৌথভাবে সুস্থ জীবনযাপনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

এই ম্যারাথনে ছিল তিনটি অন্তর্ভুক্তিমূলক বিভাগ—নতুন দৌড়বিদ ও পরিবারের জন্য ৩ কিমি ফান রান, মধ্যম স্তরের দৌড়প্রেমীদের জন্য ৫ কিমি রান এবং অভিজ্ঞ প্রতিযোগীদের জন্য চ্যালেঞ্জিং ১০ কিমি রান। সিজন ৩-এ সংযোজন করা হয় বিশেষ ৫ কিমি লুপ ও বয়সভিত্তিক পডিয়াম ক্যাটেগরি, যাতে ন্যায্য প্রতিযোগিতা ও আরও বিস্তৃত স্বীকৃতি নিশ্চিত হয়। প্রতিটি ফিনিশার পেয়েছেন প্রিমিয়াম ড্রাই-ফিট জার্সি, ব্যক্তিগতকৃত রেস বিব, ক্লাবের ৮০ বছরের প্রতীক সংবলিত বিশেষভাবে নকশা করা ফিনিশার মেডেল এবং পুষ্টিকর হট ক্লাব ব্রেকফাস্ট—যা এই অভিজ্ঞতাকে করে তোলে স্মরণীয় ও পুরস্কারমূলক।

অনুষ্ঠানে উপস্থিত থেকে তা উপস্থাপন করেন পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক শ্রী গুরবক্স সিং। তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “আমাদের এখানে অসংখ্য সুবিধা রয়েছে—আমরা বড় সাফল্য অর্জন করতে পারি এবং বহু পদক জিততে পারি। এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিন্দুস্থান ক্লাব একটি চমৎকার উদ্যোগ নিয়েছে, এবং মানুষের অনুপ্রেরণা ও সুস্বাস্থ্য গড়ে তুলতে এমন আরও অনেক আয়োজন হওয়া উচিত।”

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে হিন্দুস্থান ক্লাব লিমিটেডের সভাপতি শ্রী সঞ্জয় গোয়েঙ্কা বলেন, “রেইজিং দ্য ডাস্ট শুধুমাত্র একটি ম্যারাথন নয়; এটি সুস্বাস্থ্য, ঐক্য এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের এক উদ্‌যাপন। এই সফল আয়োজনের সম্পূর্ণ কৃতিত্ব তরুণ ও নিবেদিতপ্রাণ কমিটির, যাঁদের নেতৃত্বে ছিলেন স্বাতী বিহানি। তাঁদের দূরদৃষ্টি ও নিখুঁত বাস্তবায়ন আমাদের ৮০ বছরের ঐতিহ্যে সিজন ৩-কে একটি গর্বের অধ্যায় হিসেবে যুক্ত করেছে।”

হোনোরারি জয়েন্ট সেক্রেটারি ও ম্যারাথন কনভেনর শ্রীমতী স্বাতী বিহানি বলেন, “আজ যে উদ্দীপনা ও ইতিবাচক শক্তি আমরা দেখেছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই ম্যারাথন একটি আরও সুস্থ ও সংযুক্ত সমাজ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন, এবং আগামী দিনে আমরা একে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।”

দক্ষ রেস ডিরেকশন ও গতিশীল আয়োজক কমিটির সহায়তায় ‘রেইজিং দ্য ডাস্ট’ সিজন ৩ সাফল্যের সঙ্গে সমাপ্ত হয়, যা কলকাতার ক্রীড়া ও সামাজিক জীবনে হিন্দুস্থান ক্লাবের গুরুত্বপূর্ণ অবস্থানকে আরও একবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.