মোল্লা জসিমউদ্দিন : হাওড়া, ২৫ জুলাই, ২০২১। গত ২৪ জুলাই রাজ্যের বিভিন্ন আদালতের মতনই হাওড়া জেলা আদালতে বসলো জাতীয় লোক আদালত। জেলা আইনী পরিষেবা কেন্দ্রের পরিচালনায় ৫ জন বিচারকের নেতৃত্বে বেঞ্চ গুলি বসে। এনজিআর, বিভিন্ন ব্যাংকের ঋণখেলাপীদের মামলা গুলির শুনানি চলে। হাওড়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানিয়েছেন – ” মামলার দ্রুত নিস্পত্তির জন্য বিএসএনল সহ বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের সাথে ঋণখেলাপীদের আবেদন নিয়ে শুনানি চলে।সিংহভাগই নিস্পত্তি ঘটেছে এদিন”। উল্লেখ্য, হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতে বিচারকমণ্ডলীর তৃতীয় সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী মোল্লা জসিমউদ্দিন। তিনি হাওড়া জেলা আদালতে চতুর্থ নাম্বার বেঞ্চে বিচারক শ্রী সৌগত রায় চৌধুরীর নেতৃত্বে বেঞ্চের সদস্য ছিলেন।










Be First to Comment