সায়ন দেবনাথ: কলকাতা, ১১ ডিসেম্বর, ২০২২। বাস্তব ও রূপকথার ঘটনা মিলিয়ে মিশিয়ে টলিপাড়ায় মুক্তি পেয়েছে ববি চৌধুরী প্রযোজিত নতুন ছবি ‘সৎভুত অদ্ভুত’। সিনেমার নাম পড়ে ব্যাপারটা ভৌতিক মনে হলেও আদতেই তা নয়। ভূত তো আছেই তবে তিনি সৎ, অসৎ মানুষদের শুধরে দেন তিনি। ছোটবেলায় বরাবরই সবাই আমরা রূপকথার গল্প টিভিতে দেখতাম কিংবা কারো মুখে শুনতাম। সোনার কাঠি-রুপোর কাঠি, পরি, ভূতের রাজা আরও কতো কি! আর বাস্তবের সঙ্গে রূপকথাকে মিশিয়ে দিলে? মন্দ নয় কিন্তু ব্যাপারটা। বাস্তব জীবন তো থাকছেই আর তার সঙ্গে দর্শকদের এন্টারটেইন করতে দেওয়া হয়েছে কিছু কাল্পনিক চরিত্র। এই ছবি একদিকে যেমন ফাটাফাটি আবার অন্যদিকে একেবারে জমে ক্ষীর। ঠিক এমনই এক ভাবনায় দর্শকদের সামনে এসেছে ‘সৎভুত অদ্ভুত’। প্রিতম সরকার পরিচালিত সিনেমাটি বেশ কিছুটা কাল্পনিক। সিনেমায় বাস্তবের চরিত্রের সঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছে এক ভৌতিক গল্প।
সিনেমার গল্প দুটি ছেলেকে কেন্দ্র করে যাদের একজনের নাম বিল্টু এবং অপরজন রানা। দুই বন্ধু পেশায় চোর এবং চোরা টিকিট বিক্রেতা। চোরা টিকিট কিনে আরও বেশি টাকায় বিক্রি করত তারা।
এভাবেই দিনের পর দিন অসৎ উপার্জনে দিব্যি আরাম আয়েশ চলছিল কিন্তু হঠাৎই একদিন দুই বন্ধু ধরা পড়ে যায় এবং লোকসমাজে প্রকাশ্যে চরম অপমানিত হয়। পাড়ার লোকেরা পুলিশ ডাকতে পারে ভেবে উভয়েই পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা এক গভীর জঙ্গলে ঢুকে পড়ে এবং সেখানেও তারা দিনের পর দিন নেশা করতে থাকে এবং ভূতের ভগবানের নাম জপতে থাকতে। দীর্ঘদিন এমন চলার পর সত্যিই একদিন ভূতের রাজা হাজির হল তাদের সামনে।
ভূতের রাজাকে সামনে পেয়ে দুই বন্ধু তাদের নানা ইচ্ছার কথা জানাতে থাকে এবং তা পূরণ করার আর্জি করতে থাকে, কিন্তু তা করতে নারাজ ভূত রাজা। রানা ও বিল্টুকে দিল শর্ত। যদি দুই বন্ধু একমাস টানা কোনো অসৎ কাজ না করে এবং কোনো গরিব পরিবারকে সাহায্য করে তবেই তাদের সব ইচ্ছে পূরণ হবে। কথামতো রানা ও বিল্টু সব কাজ পূর্ণ করে আবার জঙ্গলে ফেরৎ এলো, তারপর? ভূতের রাজা ওদের সব ইচ্ছে পূরণ করল কি! তারপর ওই দুই বন্ধুর কী পরিণতি হল? হ্যাঁ এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে সপরিবারে দেখতে যেতে হবে ‘সৎভুত অদ্ভুত’।
সিনেমার গল্প লেখক এবং পরিচালক প্রিতম সরকার, প্রযোজক ববি চৌধুরী, প্রোডাকশন হাউজ অ্যাকন প্রীতি ক্রিয়েলন এল এল পি, ডি ও পি নয়ণমণি ঘোষ এবং এডিটর অলোক ধারা। অভিনয়ে আছেন খরাজ মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, পার্থ সারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, ইভলিনা চক্রবর্তী এবং পূজা সরকার সহ অন্যান্য শিল্পীবৃন্দ। এই ছবির ক্যামেরার কাজ খুবই ভাল। পরিচালক মজার ছলে এক গভীর সমাজবোধের কথা তুলে ধরেছেন এই ছবির মাধ্যমে। দেখে আসতে পারেন মন্দ লাগবে না।
Be First to Comment