Press "Enter" to skip to content

‘স্লামডগ মিলেনিয়ার’ ছবিতে অস্কারজয়ী গান ‘জয় হো’-র কথাও লিখেছিলেন গুলজার৷ ওই গানের জন্য তাঁকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়…৷

Spread the love

শু ভ জ ন্ম দি ন গু ল জা র

বাবলু ভট্টাচার্য : স্বনামধন্য কবি, চলচ্চিত্র পরিচালক ও অস্কার জয়ী গীতিকার গুলজার৷ আসল নাম সম্পূরন সিং কালরা৷ ‘গুলজার’ ছদ্মনামে বলিউডি সিনেমায় পঞ্চাশ বছর ধরে গানের অনন্য কথা লিখে চলেছেন৷

চলচ্চিত্রে গান রচনার পাশাপাশি চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবেও নিজেকে পরিচিত করেছেন শান্ত স্বভাবের এই মানুষটি৷ দিনের পর দিন ভারতীয় চলচ্চিত্রকে শুধু দিয়েই গেছে গুলজারের কলম৷ এখনও দাপটের সঙ্গে কাজ করে চলছেন ৮৯ বছর বয়সী এই গুণী শিল্পী ৷

 

গুলজারের বাবা মাখন সিং কালরা, মা সুজন কৌর৷ দেশ ভাগের পর সপরিবারে চলে আসেন বোম্বাই ৷

১৯৬৩ সালে ‘বন্দিনী’ সিনেমায় গীতিকার হিসেবে কাজ শুরু করেন৷ সঙ্গীত পরিচালক ছিলেন শচীনদেব বর্মন৷ এরপর হিন্দী চলচ্চিত্রে গীতিকার হিসাবে টানা কাজ করে চলেছেন ৷

১৯৭১ সালে ‘মেরে আপনে’ চলচ্চিত্র পরিচালনা করেন৷ এরপর একে একে পরিচালনা করেন- ‘আচানক’, ‘আঁধি’, ‘কোশিস’, ‘পরিচয়’, ‘খুশবু’, ‘মৌসম’ প্রভৃতি সিনেমা৷

১৯৮৮ সালে টি. ভি. ধারাবাহিক ‘মির্জা গালিব’ পরিচালনা করেন৷

কাজের স্বীকৃতিস্বরূপ সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুলজার ৷ ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন কুড়ি বার৷ পেয়েছেন সাহিত্য একাদেমি সম্মাননা৷ ‘স্লামডগ মিলেনিয়ার’ ছবিতে অস্কারজয়ী গান ‘জয় হো’-র কথাও লিখেছিলেন গুলজার৷ ওই গানের জন্য তাঁকে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়৷

 

পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে পুরস্কার- সবই পেয়েছেন তিনি৷ তাঁর রচিত বিখ্যাত গান : মুসাফির হুঁ ইয়ারো, তেরে বিনা জিন্দেগী সে কোই … , মেরা কুছ সামান৷

গুলজার ১৯৩৪ সালের আজকের দিনে (১৮ আগস্ট) অবিভক্ত পাঞ্জাবের ঝিলাম জেলার দিনা গ্রামে জন্মগ্রহণ করেন৷

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.