তদ্রুপ তনয় দেবনাথ : হাওড়া, ২৮ জানুয়ারি ২০২৪। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯ তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে স্বামী প্রণবানন্দ ভাবপ্রচার পরিষদের হাওড়া জেলা শাখার উদ্যোগে ১২৯ জন স্কুল ছাত্রীকে নিয়ে এক অভিনব শোভাযাত্রা অনুষ্ঠিত হল হাওড়ায় ৷ অনুষ্ঠানে সঙ্ঘের নবীন সন্ন্যাসীগণ, ব্রহ্মচারী সমর মহারাজ, ব্রহ্মচারী ধ্রুব মহারাজ, ব্রহ্মচারী কমল মহারাজ ও ব্রহ্মচারী বলরাম মহারাজ সহ ভাবপ্রচার পরিষদের পরিচালক মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ ২৮ জানুয়ারি রবিবার সকালে হাওড়া জেলার বকুলতলা সংলগ্ন পঞ্চাননতলা থেকে পোদড়া মানব সেবা প্রতিষ্ঠান পর্যন্ত বর্ণাঢ্য এই শোভাযাত্রায় ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকরাও মিলিত হন স্বামী প্রণবানন্দ মহারাজের বাণী সম্বলিত পোস্টার নিয়ে।
Be First to Comment