ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় : কলকাতা, ২০ এপ্রিল ২০২৫।
“স্বস্তিকা” শব্দটির অর্থ মঙ্গল বা কল্যাণ ৷”সু” এবং “অস্তি” দুটি ব্রাহ্মী হরফের যোগফল ৷ সু অস্তি বা শুভ অস্তিত্ব ৷ যা সব বাধা বিপত্তি দূর করে ৷ এজন্য হিন্দু , জৈন , বৌদ্ধ ধর্ম সহ পৃথিবীর নানা দেশে বহু প্রাচীনকাল থেকে এর ব্যবহার করা হয়েছে ৷ গবেষকদের মতে এর ব্যবহার এগারো হাজার বছরেরও আগে থেকে ! অনেকে একে সৌভাগ্য , সৃষ্টি ও জীবনের প্রতীক সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত ভেবেছেন ৷ হিন্দুর চার বেদেও স্বস্তিকা বা স্বস্তিক চিহ্নের উল্লেখ আছে ৷একে ইংরেজিতে বলে “হাকেনক্রইজ” – ইউরোপে ভালোবাসার প্রতীক বললেও অনেকটা ভিন্ন ৷ আমরা হিন্দুরা বিশ্বাস করি সূর্যদেব আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনেন ৷এর চার বাহু সূর্যালোকিত পূর্ব , পশ্চিম , উত্তর , দক্ষিণ চারদিককে মনে করায় ৷এই চিহ্নের চারটি বাহু ব্রহ্মাকেও বোঝায় ৷ স্বস্তিকার চারদিক শৈশব , কৈশোর , যৌবন ও বার্ধক্য জীবনের চার ধাপ এবং সত্য , ত্রেতা , দ্বাপর , কলি চার যুগ বোঝায় ৷বাড়ীর সামনে স্বস্তিকা চিহ্ন আঁকার কারণ যাতে মা লক্ষ্মী ঘরে অবস্থান করেন ৷
আমাদের সনাতনী সমাজে পুজোয় ঘটের উপর সহ প্রায় সব শুভ অনুষ্ঠানে এই পবিত্র চিহ্ন আঁকা হয় ৷ ভাবা হয় এতে শুভ কাজ বা পুজো নির্বিঘ্নে শেষ হবে ৷ স্বস্তিক চিহ্ন যেন স্পষ্ট ও সুন্দর হয় ৷ যা নেতিবাচক প্রভাব নষ্ট করে জীবন তথা পরিবারকে ইতিবাচক দিকে নিয়ে যায় ৷ বস্তু ও ব্যক্তির সুরক্ষা দেয় ৷ উল্টো স্বস্তিক আঁকা খারাপ ৷ কুমকুম দিয়ে রোজকার পুজোয় স্বস্তিক আঁকা যায় ৷ ঘরের দেওয়ালে হলুদ রঙ বৃহস্পতির কারক তা দিয়ে স্বস্তিক আঁকলে দাম্পত্যজীবন সুখের হয় বলে ভারতীয় জ্যোতিষ ও বাস্তুবিদরা মনে করেন ৷ ধনাত্মক অর্থাৎ ঘড়ির কাঁটার অভিমুখে আঁকা স্বস্তিকা বিষ্ণুর ও সূর্যদেবকেও প্রকাশ করে ৷ স্বস্তিকা গণেশেরও প্রতীক৷ঋণাত্মক স্বস্তিকা কালী , রাত্রি , তন্ত্র ও অলৌকিকতার প্রতীক ৷ বাঙালী হিন্দুর বিয়ে , নান্দীমুখের “বসুধারা” আসলে ধনাত্মক স্বস্তিকা ৷ যা পূর্বপুরুষদের সঙ্গে জন্মজন্মান্তরের সম্পর্ক স্মরণ করার সঙ্গে আগামী প্রজন্মের বংশবৃদ্ধির কামনা ৷ যাত্রা শুরুর আগে এই স্বস্তিকা চিহ্ন দেখে বের হওয়া শুভ ৷ সিন্ধু সভ্যতার মহেঞ্জদাড়োতে পাওয়া সিলমোহরে স্বস্তিকা ছিল ৷প্রাক মৌর্য যুগের পাঞ্মার্কড মুদ্রায় স্বস্তিকা আঁকা থাকত ৷ তক্ষশীলার সোনার তৈরী সিলমোহরে খরোষ্ঠি লিপিতে , প্রথম শতকের রানি গুম্ফায় স্বস্তিকার ব্যবহারের প্রমাণ মিলেছে ৷অশোকের মুদ্রায় , শ্রীলঙ্কার প্রাচীন মুদ্রায় স্বস্তিকা ছিল ৷ ম্যাক্সমূলার তাই “স্বস্তিকা চিহ্ন” ভারতীয় উৎস জাত বলেছেন ৷
তবে , স্বস্তিক চিহ্ন অন্য দেশেও সুপ্রাচীন কাল থেকে প্রচলিত ছিল ৷ ইউক্রেনের কিয়েভের জাতীয় জাদুঘরে হাতির দাঁতে তৈরী একটি পাখির মূর্তি আছে ৷ যা পনেরো হাজার বছর আগের বলে রেডিও কার্বন পরীক্ষার পর প্রত্নতাত্ত্বিকদের অভিমত ৷ গ্রিসে পিথাগোরাস স্বস্তিকাকে আকাশ ও মাটির প্রতীক বলেছিলেন ৷ সেখানকার পাত্রে , বাসনে এই প্রতীক দেখা যেত ৷ ট্রয় যুদ্ধের খননকার্যেও এর প্রমাণ পাওয়া যায় ৷ মেসোমটেমিয়া , রোম , বাইজেন্টাইন , নর্স ,উত্তর আমেরিকা ও ইথিওপিয়ার প্রাচীন ধর্মে ও সভ্যতায় এর ব্যবহার দেখা যায় ৷ কয়েকরকম খ্রিস্টীয় গির্জা এবং আজেরবাইজানের কিছু শিয়া মসজিদেও স্বস্তিকা চিহ্ন দেখা যায় ৷ ১৯৪২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ পত্রের অফিসিয়াল মনোগ্রামে স্বস্তিকা চিহ্নও ছিল ৷জার্মান নাৎসি নেতা হিটলারের পতাকায় স্বস্তিকার ( যদিও তা আমাদের উল্টো ঘড়ির কাঁটার বিপরীত মুখী) ব্যবহার বিশ্বের ক্ষতি করেছে ৷ ইউরোপবাসীরা এখন বলছেন হিটলার ভালোবাসার প্রতীক”স্বস্তিকার ” অপব্যবহার করেছে ৷ হিন্দুরা আর্য ৷ হিটলার নিজেকে আর্য ভাবলেও হিন্দুত্ব ও আর্যত্বর মূল দৃষ্টিভঙ্গী জানত না ৷ তিনি “হুকড ক্রশ” কে একটু পাল্টে স্বস্তিকা বলা শুরু করেন ৷
Longman English Dictionary তে লেখা আছে
” A sign consisting of a cross with each end bentat 90 degree , used as a sign for the Nazi party in Germany . গুগুলে হিটলারের প্রিয় স্বস্তিকা Haken Kreuz লিখলে স্বস্তিকা না লিখে hookcross দেখায় ৷ কট্টর খ্রিস্টান হিটলার আর্য ছিল না ৷ তার ছিল আর্য তথা হিন্দুত্বের প্রতি শ্রদ্ধা ৷ হিটলারের স্বস্তিকা হলো হেকেনক্রুজার ৷ হেকেনক্রুজ অর্থোডক্স খ্রিস্টানদের প্রতীক ৷ আর্যত্ব ও হিন্দুত্বে বেমানান ৷পিটার ম্যাডসন নামের ট্যাটু শিল্পীর নেতৃত্বে সেখানে একটি আন্দোলন শুরু হয়েছে ৷ তাঁরা বলছেন
এর পুনঃব্যবহার হোক আর তা অসম্ভব নয় ৷ আমরা হিন্দুরা কিন্তু প্রাচীন কাল থেকে এই বামমুখী স্বস্তিকাকে অশুভ ভেবেছি৷
জৈন ধর্মে স্বস্তিকা চিহ্নটি পার্শ্বনাথ বা পরেশনাথকে বোঝানো হয় ৷ তাঁদের আটটি মঙ্গল চিহ্নের অন্যতম ৷ স্বস্তিকার সঙ্গে তিনটি বিন্দুকে শুদ্ধ বিশ্বাস , সৎ জ্ঞান ও সৎ আচরণ বোঝানো হয় ৷ বৌদ্ধরা বুদ্ধের বুকে , হাতে , পায়ে স্বস্তিকাকে বুদ্ধদেবের হৃদয় মনে করেন ৷ যা সৌভাগ্য ও নির্বাণকে বোঝায় ৷লাল স্বস্তিকা বুদ্ধের পবিত্র গুণাবলি ,নীল স্বস্তিকা মহাজাগতিক গুণ , হলুদ স্বস্তিকা অনন্ত সমৃদ্ধি , সবুজ স্বস্তিকা চাষের স্বচ্ছলতা বোঝায় ৷ দলাই লামার সিংহাসনে চারটি স্বস্তিকা আঁকা আছে৷আমরা হিন্দুরা স্বস্তিকার চার বিন্দু বলতে ব্রহ্মান্ডকে বোঝাই ৷ যা পরম শিব ও শক্তির মিলনে উদ্ভুত ৷ এরকম বিভিন্ন বিষয়ে আরো সুবিস্তারে জানতে পড়ুন ও পড়ান আমার লেখা “সনাতনী কৃষ্টিকথা ” ও ” হিন্দু ধর্ম ” বইদুটি ৷
স্বস্তিকা শব্দটির অর্থ মঙ্গল বা কল্যাণ….।

More from CultureMore posts in Culture »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
More from InternationalMore posts in International »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য নতুন কম্পিউটার ল্যাব….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান উন্নয়নে মউ স্বাক্ষরিত হল কল্যাণী ও লখনউ-এর মধ্যে তৈরি হবে অভয় পুকুর….।
- টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।
- আয়কর ভবনে আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
Be First to Comment