নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ ফেব্রুয়ারি, ২০২২। সামনেই সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই মনে পড়ে যায় ছোটবেলার সেই স্কুলের দিনগুলোর কথা। দীর্ঘদিন ধরেই সরস্বতী পুজো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, গৃহস্থের বাড়ি থেকে পাড়ার ক্লাব এমনকি পাড়ায় পাড়ায় এই পুজো অনুষ্ঠিত হয়। সব ক্লাবের মত মধ্য কলকাতার ভিয়েনা ক্লাবেও প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তাদের পুজো অনুষ্ঠিত হচ্ছে। এবছরই ভিয়েনা ক্লাব ৩৯ বছরে পদার্পণ করলো। আর এই বছর তারা একটু অন্য ধরনের পুজো পালন করতে চলেছে। এইবছর পুজোর সাথে সাথে তারা একটি ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করেছে যেটা প্রয়াত বিশিষ্ট চিত্রসাংবাদিক রনি রায়ের ক্যামেরায় তোলা। বিশিষ্ট চিত্রসাংবাদিক রনি রায়ের স্মরণেই এই চিত্র প্রদর্শনী করা হচ্ছে। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলা এবং অনুষ্ঠান। ভিয়েনা ক্লাবে সরস্বতী পুজোর উদ্বোধন হল আজ ৩রা ফেব্রুয়ারি আর প্রতিমা বিসর্জন হবে ৭ই ফেব্রুয়ারি। বিভিন্ন অনুষ্ঠানে সজ্জিত এই সরস্বতী পুজো শুভ উদ্বোধন করতে উপস্থিত ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বামাখ্যাপা সিরিয়াল খ্যাত সব্যসাচী চৌধুরী, এম এল এ বিবেক গুপ্তা, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এছাড়াও বিশিষ্টজন।
Be First to Comment