নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২২শে মার্চ, ২০২৫ – রোটারি ক্যালকাটা মহানগর ২২-২৩মার্চ দু’দিনব্যাপী সফলভাবে আয়োজন করল ‘ব্লুম অ্যান্ড ব্লেন্ড’ লাইফস্টাইল প্রদর্শনী, একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, যেখানে ফ্যাশন, লাইফস্টাইল ও গ্যাস্ট্রোনমির এক অনন্য মেলবন্ধন ঘটেছিল। এই প্রদর্শনী দর্শকদের ও প্রদর্শকদের জন্য এক বিশেষ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে, যেখানে তারা নানা রকম পণ্য ও অভিজ্ঞতার সন্ধান পেয়েছেন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি তার উপস্থিতি ও বক্তব্য রেখে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন।
এবারের প্রদর্শনীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশাল খাদ্য বিভাগ, যেখানে ১০০-রও বেশি খাবারের স্টল ছিল। স্থানীয় জনপ্রিয় স্ট্রিট ফুড থেকে শুরু করে বিশেষত্বপূর্ণ গুরমে খাবার—সবকিছুই ছিল এই প্রদর্শনীতে, যা খাদ্যপ্রেমীদের জন্য এক স্বর্গীয় অভিজ্ঞতা এনে দেয়।
অনুষ্ঠান প্রসঙ্গে রোটারি ক্যালকাটা মহানগরের চেয়ারম্যান সঞ্জয় ভালোতিয়া বলেন, “এই প্রদর্শনী লাইফস্টাইল, সংস্কৃতি ও সম্প্রদায়ের এক মিলনক্ষেত্র। প্রদর্শক ও দর্শকদের বিপুল সাড়া প্রমাণ করে যে সৃজনশীলতা ও উদ্যোগকে উৎসাহিত করার জন্য এ ধরনের প্ল্যাটফর্মের চাহিদা ক্রমশ বাড়ছে। এবারের বিশাল খাদ্য বিভাগ বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে, যা সমস্ত অংশগ্রহণকারীদের জন্য একটি সম্পূর্ণ অভিজ্ঞতা প্রদান করেছে।”
এবারের প্রদর্শনীতে নতুন সংযোজন ছিল ‘ফ্লি মার্কেট’, যা প্রথমবারের মতো চালু করা হয়। এখানে মনকাড়া, হাতে তৈরি এবং অনন্য জীবনধারা সংক্রান্ত পণ্যের সম্ভার ছিল, যা ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলেছে।
অনুষ্ঠানটির সাফল্যের পিছনে ছিল স্পনসরদের গুরুত্বপূর্ণ অবদান। ডক্টরস চয়েস ও ম্যাক্রোনোভা প্ল্যাটিনাম স্পনসর হিসেবে যুক্ত ছিল, যেখানে রমেশচন্দ্র পারেখ, রশ্মি টুব্রিওয়াল বুটিক ও এমপেরো গোল্ড স্পনসর হিসেবে সহযোগিতা করেছে। এছাড়া, আলফাটেক সিসিটিভি অফিশিয়াল সিসিটিভি পার্টনার হিসেবে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। খাদ্য পার্টনার গোকুল শ্রী ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের স্বাদ নিয়ে এসে খাদ্য বিভাগকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন সঞ্জয় ভালোতিয়া – চেয়ারম্যান, প্রমিলা দুগর – ক্লাব প্রেসিডেন্ট, সন্দীপ বাগরেচা – ক্লাব সেক্রেটারি, কবিতা ভালোতিয়া – কিউরেটর, শেখর মেহতা – প্রাক্তন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট, উষা আগরওয়াল – ডিরেক্টর/চেয়ারম্যান, ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন, অশোক আগরওয়াল – প্রাক্তন সভাপতি, প্রণয় আগরওয়াল – প্রাক্তন সভাপতি, এবং নীনা আগরওয়াল, যাঁরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর মাধ্যমে সৃজনশীলতা, উদ্যোগ ও সামাজিক সংযোগকে আরও উৎসাহিত করার বার্তা দেন।
Be First to Comment