বিশেষ প্রতিনিধি, কলকাতা, ৩ জানুয়ারি, ২০২২ : স্বপ্নার বাগান ক্লাবের উদ্যোগে স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগের ৬০-৪০ ক্রিকেট টুর্নামেন্টের ২০২২ এর প্লেয়ার অকশন (Auction) গত ২ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়ে গেল সুকান্ত উদ্যানে। প্রত্যেক বছরের মতো এ বছরও প্লেয়ার অকশন ঘিরে দেখা গেল টানটান উত্তেজনা। ৬ বছরে পদার্পণ করলো এই ক্রিকেট টুর্নামেন্ট। মোট আটটা টিমের এই খেলা। এই খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৩ শে জানুয়ারি। এই টুর্নামেন্টে ৪০ বছর বয়সের এবং তার থেকে বেশি বয়সের প্লেয়ার রায় অংশগ্রহণ করতে পারবেন। এই বছর ৬৮ বছরের একজন প্রবীণ প্লেয়ার অংশগ্রহণ করছেন এই ক্রিকেট টুর্ণামেন্টে। এই টুর্নামেন্টের প্রত্যেকটা টিমে ৯জন করে প্লেয়ার থাকবেন এবং মাত্র ৭ ওভার করে প্রত্যেকটা ম্যাচ হবে। এই টুর্নামেন্টটা কাঁকুরগাছি সুকান্ত উদ্যানে অনুষ্ঠিত হবে। এই অকশন (Auction) প্রক্রিয়া আইপিএল এর মতই অনুষ্ঠিত হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিকেট প্লেয়ার সম্বরণ ব্যানার্জি, শ্রীমতি কৃষ্ণা সেনগুপ্ত প্রেসিডেন্ট স্বপ্নার বাগান স্পোর্টিং ক্লাব, শ্রী অনিন্দ্য সেনগুপ্ত ফাউন্ডার এবং চেয়ারম্যান এস বি পি এল ৬০-৪০ ক্রিকেট টুর্নামেন্ট, অভিনেত্রী শ্রেয়া পান্ডে সহ বহু বিশিষ্টজন।
স্বপ্নার বাগান প্রিমিয়ার লিগের ৬০-৪০ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন…..।
More from SportMore posts in Sport »
- Shri Leander Paes was conferred with the prestigious P C Chandra Puraskaar 2025….
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- ‘মশাল’ একশো বছর পেরিয়ে….’শতবর্ষের ইস্টবেঙ্গল’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী…।
- রবীন্দ্র সদনে ভালো দল করতে ইস্টবেঙ্গলকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী….।
- ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ ফিল্মটির আনুষ্ঠানিক উদ্বোধনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…।
Be First to Comment