শতভিষা দত্ত কলকাতা, ২৪ ফেব্রুয়ারি, ২০২২। এই রাজ্যের পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্যের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যস্তরে শিক্ষা ঋণ প্রদানের সূচনা করেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে প্রায় ৫ হাজার পড়ুয়ার উপস্থিতিতে স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে । ১৪ টি ব্যাঙ্ক এই পরিষেবার সাথে যুক্ত হয়েছে বলে সভায় জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই অনুষ্ঠানের সূচনা পর্বে চিংড়িঘাটা ফুট ব্রিজের তিনি রিমোটের সাহায্যে উদ্বোধন করেন। আজকের অনুষ্ঠানে ব্যাঙ্ক কর্তারাও উপস্থিত ছিলেন। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হাজির ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সরকারি উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বলেন, অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে না। সব সময় স্টুডেন্টদের পাশে রয়েছে রাজ্য। এই মুহুর্তে রাজ্য সরকার ঋণের গ্যারেন্টার। সমস্ত রকম পরিষেবা মিলবে সম্পূর্ণ অনলাইনেই । সর্বাধিক ১০ লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে। উচ্চশিক্ষায় বা শিক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হবে না তাদের। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এর জন্য ও আবেদন করা যাবে।
তিনি আরও বলেন, রাজ্য সমবায় ব্যাঙ্কের তরফ থেকে মিলছে ঐ সুবিধা। আগামীদিনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে যাতে সেই সুবিধা পাওয়া যায় সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী সকলের সামনে বক্তব্য পেশ করেন । তিনি জানান, এর অন্যতম কারণ, তারা ভবিষ্যত প্রজন্ম। দেশের তথা রাজ্যের ভাবী প্রজন্ম এই পড়ুয়ারা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ক্রেডিট কার্ডের অনেক সুবিধা রয়েছে। কোনও কারণে ছেদ পড়েছে পড়াশোনায় তাদেরও এই কার্ডের মাধ্যমে সমস্তরকম সুবিধা মিলবে। অনুষ্ঠান শেষে পুলিশ ব্যান্ডের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
Be First to Comment