সৃঞ্চিণী পোদ্দার, কলকাতা: ৩০ মার্চ ২০২২। এই প্রথমবার কলকাতার স্টক মার্কেটের গল্প নিয়ে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সিনেমা ‘মানি মাফিয়া’। সত্যজিৎ দাস এর পরিচালনায় বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য অন্যধারার গল্প নিয়ে মানি মাফিয়া। স্টক মার্কেটের নতুন নতুন অজানা গল্প থাকবে বাংলা সিনেমা মানি মাফিয়া’য় । এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, সুরজিৎ মানা, জয় সেনগুপ্ত, অনিন্দ্য পুলক ব্যানার্জি, দেবপ্রসাদ হালদার, রিয়া সরকার, অভিজিৎ দাস, বিশ্বজিৎ চক্রবর্তীর মতো স্বনামধন্য অভিনেতারা।
রেফলিক্স এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর প্রযোজনায় সত্যজিৎ দাস পরিচালিত সিনেমার মুক্তি নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে।
কলকাতা স্টক মার্কেটের অন্দরমহলের অজানা তথ্য নিয়ে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে মানি মাফিয়া। যার শুটিং ইতিমধ্যেই দ্রুত গতিতে চলছে। কলকাতা সহ পার্শ্ববর্তী বেশকিছু জায়গাতে এই সিনেমার শুটিং হচ্ছে। বহুদিন পর দর্শকদের অন্যধারার সিনেমার স্বাদ দিতে আসছে মানি মাফিয়া।
Be First to Comment