তৃষা দেবনাথ : কলকাতা, ৮ সেপ্টেম্বর ২০২২। শিক্ষার প্রসারে আউটস্টেন্ডিং কাজের জন্যে শিক্ষা রত্ন পুরষ্কার পেলেন খিদিরপুরের আদর্শ হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ও এন সি সি -এর পি আর ও ডক্টর ব্রিজ ভূষণ সিং। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার কলকাতা জেলা শিক্ষা দপ্তরের ডি আই সঞ্জয় চ্যাটার্জি গিরিশ মঞ্চে এক অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেন। উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ও সমগ্র শিক্ষা অভিযানের চেয়ারম্যান কার্তিক মান্না।
বিহারের আরা জেলায় জন্মের পর কলকাতায় বাবার কাছে মাত্র পাঁচ বছর বয়সে চলে আসেন ব্রিজ ভূষন। কলকাতাতেই ইংরাজীতে পি এইচ ডি ও বি এড ডিগ্রি লাভ করে প্রথমে বিভিন্ন বেসরকারি স্কুলে ও পরে সরকারি স্কুলে শিক্ষকতা শুরু করেন৷
২০০৭ সালের ১২ জুলাই খিদিরপুরের আদর্শ হিন্দি হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন। তারপর স্কুল ছুট ছাত্র সংখা কমানোর পাশাপাশি স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে রুপান্তর করা, ছাত্রদের চাকরির উপযুক্ত শিক্ষা দান, স্কুলে এন সি সি চালু করা এমনকি করোনার সময় ছাত্রদের পরিবারের পাশে দাঁড়ানো সহ নানা কাজ শুরু করেন অন্যান্য শিক্ষকদের সহযোগীতায়। এদিন শিক্ষা রত্ন পুরষ্কার পেয়ে তিনি জানান, আগামী দিনে স্কুলকে আরো এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
Be First to Comment