গোপাল দেবনাথ সুভাষগ্রাম, ২২ সেপ্টেম্বর, ২০২৫।মিউনাস নাট্য সংস্থা সম্প্রতি ছোট নাটকের উপযোগী করে সুভাষগ্রাম স্টেশন থেকে পাঁচ/ ছয় মিনিটের হাঁটা পথে ভারী সুন্দর একটি শীততাপ নিয়ন্ত্রিত নাটকের আখড়া তৈরি করেছেন। নাম হল মিউনাসের নাট্য আখড়া।
গত রবিবার বেলঘরিয়া থিয়েটার একাডেমি এখানেই তিনটি রঙ্গ নাটক পরিবেশন করলেন। প্রথম নাটকটি ছিল “যমালয় জমজমাট।” মৃত্যুর পর যমপুরীতে গিয়ে বদন বাবু এবং মদন বাবুর দেখা। তারপর ঘটলো নানা কান্ড কারখানা। তাই নিয়েই এই মজার নাটক। দ্বিতীয় নাটকটি ছিল “রবীন্দ্রজয়ন্তী।” কপিরাইট উঠে যাওয়ার পর রবীন্দ্রনাথকে নিয়ে যে ধরনের ব্যবসা চলছে চারপাশে, সেসব নিয়েই এই রঙ্গ নাটক। শেষ নাটকটি ছিল “কোয়াক।” একটি বাচ্চার নাকে কুলের বিচি ঢুকে যাওয়ার পর, বাড়ির লোকজন যে অদ্ভুতুড়ে কাণ্ড কারখানা বাধালেন এবং শেষ পর্যন্ত একজন শিক্ষিত ডাক্তার এসে সেই বিচি বার করলেন — সেসব নিয়েই এই নাটক। অভিনয়ে অংশ নিলেন সন্দীপ রায়, ধৃতি কণা ভট্টাচার্য, দেবাশীষ সেনগুপ্ত, অমিতাভ ভট্টাচার্য, প্রণব চক্রবর্তী, তন্ময় সাহা, আকাশ পাল এবং পায়েল রায়। নাটক তিনটির রচয়িতা এবং পরিচালক ডাক্তার অমিতাভ ভট্টাচার্য। তাঁর অভিনয় জীবনের ৫০ বছর বর্ষপূর্তিতে নাটক শুরুর আগে মিউনাসের কর্ণধার উৎসব দাস তাকে সম্বর্ধিত করেন।
সুভাষগ্রামে মিউনাসের নাট্য আখড়া। সংবর্ধিত হলেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য্য…।

More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from Theater/DramaMore posts in Theater/Drama »
- গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী….।
- গোবরডাঙায় সন্মানিত হলেন ডাক্তার অমিতাভ ভট্টাচার্য্য….।
- আহিরির নাট্যোৎসব এবার দশম বর্ষে পদার্পন করলো…।….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- সপ্তপদী নাটকে রিনা ব্রাউনের ভূমিকায় পায়েল সরকার….।












Be First to Comment