গোপাল দেবনাথ : কলকাতা, ১৫ অগাস্ট,২০২১। আজ ১৫ই আগস্ট আমাদের দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই দিবস কে কেন্দ্র করে আমাদের সকলের জীবনে নেমে এসেছে স্বাধীনতার আনন্দ। আজ স্বাধীনতা দিবসের ৭৫ তম বার্ষিকী উদযাপনে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন আয়োজন করেছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুরুতেই দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা। প্রথম গানটি ছিল ‘ও আমার দেশের মাটি’ তার পরবর্তী গান ছিল ‘উঠো গো ভারতলক্ষ্মী’। এর পরেই সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সঞ্জীব আচার্য্য, সম্পাদক, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন।তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন,” আমাদের সংগঠনের লক্ষ্য হলো থ্যালাসেমিয়া মুক্ত দেশ গঠন করা। কোনো মায়ের কোল যেন অকালে খালি না হয়ে যায় সেই উদ্যেশ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে আমাদের এই সংগঠন। “এরপর চিন্ময়ী ভারতমাতাকে নানা উপাচারে বরণ করা হয়। বেজে ওঠে ঢাক, শঙ্খের মঙ্গল ধ্বনিতে পুণ্য হয়ে ওঠে সভাগৃহ। এর পরবর্তী পর্যায়ে একে একে নানা প্রান্তিক এবং খেটে খাওয়া মায়েদের হাতে বস্ত্র তুলে দেন চিন্ময়ী ভারতমাতা।
তবে আজকের দিনে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক হাড় হিম করা দুঃসাহসিক যুদ্ধের এক কাণ্ডারীকে সম্মাননা প্রদান। জ্যোৎস্না শী যিনি বাঘের মুখ থেকে তাঁর স্বামীকে ফিরিয়ে এনেছিলেন তাঁকে সম্মান প্রদান করা হয়। সংস্থার পক্ষে সম্মানের স্মারক তুলে দেন সঞ্জীব আচার্য্য। গত এপ্রিল মাসে সুন্দরবনের কুড়ি নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন শঙ্কর শী এবং তাঁর স্ত্রী জ্যোৎস্না শী। অকস্মাৎ বাঘ ঝাঁপিয়ে পড়ে শঙ্কর বাবুর ঘাড়ে। স্বামীর পাশেই উপস্থিত ছিলেন জ্যোৎস্না শী। উপস্থিত বুদ্ধির জোরে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘের কানের ভিতর হাত ঢুকিয়ে টান দিয়ে বাঘটিকে প্রতিনিয়ত আঘাত করতে থাকেন। অবশেষে তিনি তাঁর স্বামীকে বাঁচাতে সক্ষম হন। এই বীরাঙ্গনার পরিবারের সদস্যদের সংস্থার পক্ষ থেকে বিনা ব্যায়ে চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি আর্থিক সহায়তাও করা হয়েছে।
শ্যামবাজারে সেরামের নিজস্ব সভাঘরে এই অনুষ্ঠানের পাশাপাশি সংস্থার উদ্যোগে কলকাতার বিভিন্ন ক্লাবে চলেছে দেশমাতৃকার আরাধনায় বস্ত্র বিতরণের কর্মসূচী, সঙ্গে থ্যালাসেমিয়া পরীক্ষার জন্য প্রচুর কুপনও বিলি করা হয়। জ্যোৎস্না শী বললেন,” এখানে আসতে পেরে আমরা খুশী। এই সহযোগিতা আমাদের পরিবারের ভীষণ কাজে দেবে বর্তমান পরিস্থিতিতে। অনটনের পরিবারে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের এই সাহায্যের জন্য সংস্থাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।”






সুন্দরবনে বাঘের সঙ্গে দুঃসাহসীক লড়াইয়ে বিজয়ী এক বীরাঙ্গনার সম্বর্ধনা…..।
More from GeneralMore posts in General »
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..
- TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।
More from HealthMore posts in Health »
- Apollo Cancer Centres Launches ‘Save My Stomach’— an Early Detection Program to Raise Awareness on the Silent Threat of Stomach Cancer….
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- First-Ever Diabetes Global Impact Prize 2025 From European Association for the Study of Diabetes (EASD) Conferred Upon Dr. V. Mohan at Vienna….
- Magic, smiles and health tips light up Children’s Day celebration at Manipal Mukundapur…
- Manipal Hospitals Kolkata marks World Diabetes Day with key initiatives Dhakuria Unveils Manipal Institute of Diabetes, EM Bypass hosts Awareness Session and Unveils ‘Sugar Monster’….
- আদিত্য অ্যাকাডেমি, দমদমে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন — ৩ কিমি নীরব পদযাত্রা, সচেতনতা আলোচনা ও নুক্কড় নাটকের মাধ্যমে বার্তা ছড়াল ছাত্রছাত্রীরা….।












Be First to Comment