Press "Enter" to skip to content

সুদেষ্ণা বসু’র জন্য একটি মানবিক আবেদন….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২০ ফেব্রুয়ারি, ২০২৩। নাম সুদেষ্ণা বসু, বয়স মাত্র ১৫, ইনি কোনো সেলিব্রেটি নন। আপনাদের কারোর চেনার ও কথা নয় ওর বাবা এল আই সি আই এর সল্টলেক শাখার এজেন্ট সুকান্ত বসু। হটাৎ এই সব লেখার কারণটাই বা কি! গত ২০ জানুয়ারি টিনএজার কন্যা সুদেষ্ণা মিসলস রুবেলা টিকা নেয়। ঠিক তারপর থেকে শুরু হয় প্রচন্ড শ্বাসকষ্ট ও কাশি।
স্থানীয় নার্সিং হোম উমা মেডিক্যালে ভর্তি করার পর বিশেষ উন্নতি না হওয়ার পর নিয়ে যাওয়া হয় সল্টলেক এর ক্যালকাটা হার্ট ক্লিনিকে।
অক্সিজেন সাপোর্ট দিয়েও সুদেষ্ণার পরিস্থিতির অতি দ্রুত অবনতি হচ্ছিল।
এক্স রে তে দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য মেয়েটির দুটি ফুসফুসই চূড়ান্তভাবে আক্রান্ত। তার জেরে শ্বাসকষ্ট বাড়তেই থাকে এবং একসময় শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধের অবস্থায় পৌঁছে যায়।  উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকরা প্রথমে ভেন্টিলেশনে রাখেন। বিশেষজ্ঞ ডাক্তারবাবু রা একমো সাপোর্ট প্রয়োজন বলে জানান।
এই শহরের প্রসিদ্ধ মেডিকা হাসপাতালে সেই পরিকাঠামো থাকায় রোগীকে সেখানে নিয়ে যাওয়া হয়। গত মাসের ২৫ জানুয়ারি থেকে একমো সাপোর্টে আছে সুদেষ্ণা।

চিকিৎসকদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাতেই হয়। এই মুহূর্তে খুশির খবর চিকিৎসায় সাড়া দিচ্ছে সে। তবে এই একমো সাপোর্ট চিকিৎসার খরচ বিপুল যা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সামাল দেওয়া সম্ভবপর নয় ।
প্রাথমিক পর্বে হাসপাতালের পক্ষ থেকে দেওয়া আনুমানিক খরচের হিসাব প্রায় ২৬ লক্ষ টাকা। আবার উল্লেখ করছি বীমা সংস্থার (এল আই সি ,সল্টলেক ব্রাঞ্চ) এজেন্ট সুদেষ্ণার বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।
আর সেই কারণেই রাজ্য সরকার, কেন্দ্র সরকার সহ  সহৃদয় মানুষজনের কাছে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর আবেদন জানাচ্ছেন ওর বাবা মা।

আর্থিক সহায়তা প্রসঙ্গে  লিয়াফি এর সর্ব ভারতীয় সম্পাদক শ্যামল চক্রবর্তী বলেন ব‌ক্তিগত স্তরে সমস্ত এল আই সি আই এর এজেন্ট সদস্যদের কাছে আমার আবেদন, আপনার সাধ্য মত পরিবারটির পাশে দাঁড়ান আর সুদেষ্ণা কে আবার জীবন স্রোতে ফিরিয়ে আনতে সাহায্য করুন।

নিউজ স্টারডম এর সম্মানীয় পাঠকদের কাছে অনুরোধ যদি সম্ভবপর আপনারা যে যার সাধ্যমতো আর্থিক সহায়তা দিয়ে সুদেষ্ণা বসু’র প্রাণ রক্ষায় সহায়তা করবেন।

আপনার সাহায্য পাঠান নীচে ব্যাঙ্ক একাউন্টে।

*Sukanta Bose*
*SBI – Narkeldanga Branch*
*A/c – 11166048238*
*IFSC – SBIN0001580*

 

More from HealthMore posts in Health »
More from SocialMore posts in Social »
Mission News Theme by Compete Themes.