Press "Enter" to skip to content

সীমান্ত বন্ধ বলে ইঙ্গা আর কারস্টেনের প্রেমে ভাটা পড়েনি, সীমান্তের দু’পাশে চেয়ার নিয়ে দু’জনে বললেন ‘চিয়ার্স টু লাভ!’

Spread the love

করোনাভাইরাস পারেনি ভালোবাসা থামাতে

বাবলু ভট্টাচার্য: ঢাকা, জীবন প্রায় থমকে গেছে করোনা ভাইরাসের আতঙ্কে৷ তবে জার্মানির কারস্টেন আর ডেনমার্কের ইঙ্গার ভালোবাসায় বাধা হতে পারেনি৷ সীমান্ত বন্ধ৷ তবু এপার-ওপার থেকে চলছে ভালোবাসাবাসি৷ দু’বছর আগে তাদের পরিচয়৷ পরিচয় থেকে প্রেম৷ দুজনেরই বয়স ৮০ ছাড়িয়েছে৷ ইঙ্গা রাসমুসেনের ৮৫ আর তার ‘বয়ফ্রেন্ড’ কার্স্টেন ট্যুশেন হানসেনের ৮৯৷ গত বছরের ১৩ মার্চ থেকে গত ১৪ মার্চ পর্যন্ত এই বয়সেও প্রতিদিন তারা কিছু না-কিছু সময় একসঙ্গে কাটিয়েছেন৷ দেখা হলে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন। চুমু খেয়েছেন৷ কিন্তু করোনা ভাইরাসের কারণে গত ১৪ মার্চ জার্মানি সংলগ্ন সীমান্ত বন্ধ করে দেয় ডেনমার্ক৷ জার্মানিও একই সিদ্ধান্ত নেয় দুদিন পর৷ তাই বলে ইঙ্গা আর কারস্টেনের প্রেমে ভাটা পড়েনি৷

অভেন্টঅফটে এখনো প্রতিদিন দেখা হয় দুজনের৷ জার্মানির নর্ডফ্রিজলান্ড অঞ্চলের জ্যুডারফ্যুগুম শহর থেকে ই-বাইক চালিয়ে সেখানে চলে যান কারস্টেন৷ ইঙ্গা চলে আসেন ডেনমার্কের গালেহুস শহর থেকে গাড়ি চালিয়ে৷ জড়িয়ে ধরা, চুমু খাওয়া, নিদেনপক্ষে একটু হাত মেলানো- কিছুই সম্ভব হয় না করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ভয়ে৷ তাতে কী! দেখা হয়, সীমান্তের দু’পাশে চেয়ার নিয়ে দু’জন বসতে পারেন। একটু গল্প করতে পারেন। দুপুরের খাবার বা কফি খেতে পারেন এবং সবশেষে গিলে ক্যোম-এর গ্লাস তুলে ধরে দু’জন দু’জনকে বলতে পারেন, ‘চিয়ার্স টু লাভ!’ ইঙ্গা আর কারস্টেন এইটুকুতেই খুশি৷ প্রিয় মানুষটির সঙ্গে একটু দেখা তো হচ্ছে, কথা তো হচ্ছে!

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *