গোপাল দেবনাথ –
ফুলবাগান সি.আই. টি ইয়ং সোসাইটির জগদ্ধাত্রী দেবীর পুজো এই বছর ২৮ তম বর্ষে পদার্পন করল। প্রথম দিকে কয়েক জন বন্ধুমিলে এই পুজো শুরু হলে ও আজ এই পুজো বেশ বড় আকারে হয়। অনেক টা পারিবারিক পুজো র মতো, এখনকার সদস্য ও তাদের পরিবার নিয়ে প্রায় ৬০জন এই পুজো নিয়ে মেতে থাকে। অত্যন্ত নিষ্ঠা ভরে পুজোর আয়োজন করা হয়। গতকাল দেবীর বোধন হয়ে গেছে, সকাল থেকে চলছে দেবীর আরাধনা সংস্হার সম্পাদক সন্দীপ চ্যাটার্জী ও গনেশ প্রামানিক জানালেন প্রতি বছরের মতো এই বছরেও কয়েকশো মানুষকে জগদ্ধাত্রী মায়ের সুস্বাদু ভোগ বিতরণ করা হবে। এই সংস্হার সভাপতি সুস্মিত দে। মূর্তি গড়েছেন দুলাল পাল।
Be First to Comment