গোপাল দেবনাথ : কলকাতা, ১ নভেম্বর, ২০২১। এই বিশ্বে বিজ্ঞানের অগ্রগতি ছাড়া কোনো ভাবেই মানবজীবনের উন্নতি সম্ভভপর হয় না। বিজ্ঞান কে বাদ দিলে জীবন অচল হয়ে পরে। এই করোনা অতিমারী সময়ে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়ে ভ্যাকসিন আবিষ্কার করে মানুষের জীবন বাঁচানো সম্ভবপর হয়েছে। মধ্য কলকাতার জনপ্রিয় সংগঠন ২৪তম ন্যাশনাল এক্সিবিশন সেন্ট্রাল ক্যালকাটা সায়েন্স এন্ড কালচার অর্গানাইজেশন ফর ইয়ুথ আয়োজনে ২৪তম ন্যাশনাল এক্সিবিশন অনুষ্ঠিত হয়ে গেলো ২৮ থেকে ৩১ অক্টোবর কলকাতার সায়েন্স সিটিতে।
প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৭ টা পর্য্যন্ত এই প্রদর্শনী চলে ছিল। এই সংস্থার মুখ্য সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র প্রামাণিক এবং সাধারণ সম্পাদিকা রীতা পাল উপস্থিত সাংবাদিকদের জানান, প্রতিবছর কলকাতা ও তার সন্নিকটে বিভিন্ন জায়গায় ন্যাশনাল এক্সিবিশন এর আয়োজন করা হয়ে থাকে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে তাদের উন্নতি ও অগ্রগতি প্রদর্শন করে থাকেন। বিজ্ঞানের নানা বিষয়ে সেমিনার, ওয়ার্কশপ এর সঙ্গে সংস্কৃতির মূল তিন ধারা নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়।
বহুদিন ধরেই আবৃত্তি বিভাগ সুনামের সাথে পরিচালনা করে চলেছেন প্রখ্যাত বাচিক শিল্পী এবং সংস্থার সহ- সভাপতি কাজল সুর। নতুন প্রতিভাকে খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান ও সংস্কৃতির অঙ্গনে সুযোগ করে দেওয়ার জন্য এই সংস্থা সর্বদাই চেষ্টা করে চলেছে। আর ঠিক সেই জন্যই এবারে নবতম উদ্যোগ– ছাত্র-ছাত্রীদের তৈরি মডেল ও বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট এর প্রদর্শন।
সকলকেই শংসাপত্র ও বাছাই করা কৃতিদের পুরস্কার-মূল্য আর স্কলারশিপ দেওয়া হলো। গত ২৮ শে অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়, প্রফেসর ডঃ রাহুল সিনহা, প্রফেসর ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, প্রফেসর অলোক ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Be First to Comment