গোপাল দেবনাথ : হাওড়া, ২৯ মে ২০২২। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রতিবছরই এই গ্রীষ্মকালীন সময়ে সর্বত্রই রক্তের চাহিদা লক্ষ্য করা যায়। গত দু বছর করোনা অতিমারী কালীন সময়ে সেই অর্থে রক্ত সংগ্রহ করা সম্ভবপর হয়নি। জীবনদায়ী ওষুধ বাজারে কিনতে পাওয়া গেলেও মানুষের প্রাণ বাঁচানোর জন্য মানবদেহ থেকেই রক্ত সংগ্রহ করতে হয়। রোগীর অপারেশন করতে গেলে বা রোগীর জীবন বাঁচানোর প্রয়োজনে রক্তের প্রয়োজন হয়।
বিভিন্ন সময়ে রোগীর পরিবার বিভিন্ন ব্ল্যাড ব্যাংক গিয়েও রক্ত জোগাড় করতে পারেন না। এই সকল সাধারণ ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর কথা ভেবে আজ রবিবার হাওড়ায় সালকিয়া বিপ্লবী অমর সংঘ এর পরিচালনায় প্রয়াত সুব্রত মাইতির প্রথম বর্ষ স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৭৯ ত্রিপুরা রায় লেন এর সংঘ ভবনে। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার প্রশান্ত ব্যানার্জী সহ বিশিষ্টজন। সংস্থার পক্ষ থেকে প্রশান্ত বাবু কে সংবর্ধিত করা হয় এবং সন্মান জানানো হয়। উপস্থিত রক্তদাতাদের উৎসাহিত করেন ফুটবলার প্রশান্ত ব্যানার্জী।
বহু মানুষ স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদান করেন। এই রক্তদান শিবির নিয়ে এলাকার মানুষের উৎসাহ ছিল নজরকাড়া।
Be First to Comment