বিশেষ প্রতিনিধি : সিউড়ি, ৫ মে ২০২২। গত ১লা মে সন্ধ্যায় সিউড়ির নাট্যদল ‘আত্মজ’র পক্ষ থেকে ‘আত্মজ জীবনকৃতি সম্মাননা ২০২২’ তুলে দেওয়া হলো নাট্যকার পরিচালক অভিনেতা সংগঠক ও মিউনাস এর কর্ণধার উৎসব দাসের হাতে । সম্মাননা প্রদানের শুরুতেই আত্মজ’র কর্ণধার মুকুল সিদ্দিকী বলেন কেন এই মানুষটিকে তাঁরা এই সম্মাননা প্রদান করেছেন । তিনি বলেন, উৎসব দাস শুধু নিজের নাটক নিজের নাট্যদল নিয়েই ভাবেন নি , তিনি সমগ্র রাজ্যের নাট্য দলগুলোর মধ্যে একটা সুসম্পর্ক তৈরীর কাজ করে চলেছেন বহুদিন ধরে । পশ্চিমবঙ্গ জুড়ে বহু নাট্যদল আছে যাঁরা উৎসব দাসের হাত ধরে কলকাতায় তাঁদের প্রথম মঞ্চায়ন করেছেন এবং তাদের সু প্রযোজনা কলকাতার দর্শককে দেখানোর সুযোগ পেয়েছেন । কলকাতা সহ বিভিন্ন জেলার নাট্যদলের সাথে সুসম্পর্ক গড়ে তোলার কারিগর হলেন উৎসব দাস । মঞ্চে উপস্থিত নাট্য সমালোচক রঞ্জন গঙ্গোপাধ্যায় নাট্যকার পরিচালক বিজয় কুমার দাস ও আননায়ুধ নাট্য পত্রিকার সম্পাদক স্বপন রায় উৎসব দাসের নাটক ও নাট্য যাপন নিয়ে আলোকপাত করেন ।
সম্মাননা অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় মিউনাস প্রযোজিত উৎসব দাস রচিত ও নির্দেশিত নাটক ” অপেক্ষায়” । সময়োপযোগী এই নাটক সেদিন দর্শকের যথেষ্ট প্রশংসা পায় । পূর্ণ প্রেক্ষাগৃহে সিউড়ির বহু নাট্যদলের ও নাট্য প্রেমীদের উপস্থিতিতে আত্মজ নাট্যদলের আয়োজিত এই অনুষ্ঠান সফল হলো ।
সারা জীবন নাটকের জন্য আত্মজ জীবনকৃতি সম্মান পেলেন মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাস ও সেই সঙ্গে মঞ্চস্থ হলো তার পরিচালিত নাটক অপেক্ষায়….।

More from CultureMore posts in Culture »
- যুদ্ধ নয়, শান্তি চাই ভারত সরকারকে অনুরোধ করলো বৌদ্ধ ভিক্ষুকরা….।
- বুদ্ধ পূর্ণিমা….।
- Shri Leander Paes was conferred with the prestigious P C Chandra Puraskaar 2025….
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করেছে… ‘শ্রীচরনেষু মা’!…..
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
More from Theater/DramaMore posts in Theater/Drama »
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
- সপ্তপদী নাটকে রিনা ব্রাউনের ভূমিকায় পায়েল সরকার….।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদায় বাঞ্ছারাম: মৃত্যুর চোখে জল’…..।
- গিরিশ চন্দ্র ঘোষের ঘনিষ্ঠ বন্ধু মতিলাল রায় রামকৃষ্ণ পরমহংসদেবের আর্শীবাদ লাভ করেন….।
- হাওড়ায় রুটি আর গোলাপ আয়োজিত ভোরাই উৎসব-২৪…..।
Be First to Comment