বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২১ নভেম্বর ২০২১। প্রেস ক্লাব, কলকাতার নির্বাচনে সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে আমাদের সকলকে পুনরায় কাজের সুযোগ দেওয়ায় আমরা আপ্লুত এবং কৃতজ্ঞ। আপনাদের দ্ব্যর্থহীন সমর্থন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। দ্বিতীয় গৃহ এবং নিজস্ব পরিসর হিসেবে প্রেস ক্লাব, কলকাতা যেভাবে সদস্য তথা অন্যান্য সাংবাদিকদের পাশে থাকতে পেরেছে এটা তারই স্বীকৃতি। আর আপনারাই সে স্বীকৃতি দিলেন। এই কথা বললেন, প্রেস ক্লাব সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, সহ সম্পাদক নিতাই মালাকার এবং কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত। অতিমারির ভয়ঙ্কর দিনগুলোতে এবং আম্ফান ঝড়ের দাপটের সময় ক্লাবকে ধরে রাখার প্রয়াস ছিল অনন্য। ভবিষ্যতে ক্লাব যাতে সবার পাশে আরও বেশি করে থাকতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশাকরি, আমরা আপনাদের আস্থার মর্যাদা রাখতে পারব। আশা করব, আমাদের ভাল কাজে আগের মতই উৎসাহ দেবেন আর ভুল ত্রুটি বা কোনও বিশেষ কাজের কথা অবশ্যই স্মরণ করিয়ে দেবেন। আপনাদের ব্যক্তিগত কল্যাণ এবং ঐতিহ্যমন্ডিত এই ক্লাবের সর্বাঙ্গীণ অগ্রগতি কামনা করি।















Be First to Comment