গোপাল দেবনাথ / সুজিত চট্টোপাধ্যায় -আজ ২৪শে ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের মতো এ বছরও মহা সমারোহে পালিত হচ্ছে রাজ্যেএই দিনটি। এই দিনটি কে স্মরণীয় করতে এবং সাধারণ মানুষকে সচেতন উপভোক্তা হিসাবে নিজেদের অধিকার প্রয়োগ সম্বন্ধে সচেতন করার জন্য সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া কে বেছে নেয় উপভোক্তা বিষয়ক দপ্তর। এই উপলক্ষ কে সামনে রেখে সোমবার সন্ধ্যায় অফিস পাড়ায় ঐতিহ্যমন্ডিত পাঁচ তারা ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে রাজ্যের বিভাগীয় মন্ত্রী সাধন পান্ডের উপস্থিতিতে রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজন করেছিল সাংবাদিকদের উপভোক্তা অধিকার সংক্রান্ত শিক্ষণ শিবির। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দফতরের ও এস ডি এবং প্রাক্তন বিভাগীয় সহসচিব প্রসাদ কুমার বসু। বিভাগীয় প্রিন্সিপাল সেক্রেটারি অত্রি ভট্টাচার্য্য বিশ্বের নিরিখে উপভোক্তা অধিকার সংক্রান্ত শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। মিডিয়া ও জনসচেতনা সম্পর্কে বক্তব্য রাখেন “ভবিষ্য” এডুকেশনাল এন্ড চ্যারিটিবল সোসাইটি ওয়েস্ট বেঙ্গলের সচিব পারভেজ আহমেদ খান। উপভোক্তা আন্দোলনে মিডিয়ার ভূমিকা নিয়ে মত প্রকাশ করেন বিভাগীয় মন্ত্রী সাধন পান্ডে। এই অনুষ্ঠানে বক্তারা জানালেন আমরা যেখানে পৌঁছেতে পারিনা সেখানে মিডিয়া পৌঁছে যায়।মিডিয়া এই বিষয় কে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিলে জনগণের সচেতনতা বাড়াতে সাহায্য করবে। দফতরের কাজ এবং আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান বিভাগীয় দফতরের সহ পরিচালক অরুণ কর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখর রায়, প্রসাদ কুমার বসু, নবীন নায়েক সহ অন্যান্যরা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অরুণ কর।
অনুষ্ঠানের শেষে ভবিষ্য এডুকেশনাল এর তরফে উপস্থিত সাংবাদিক সহ সবাইকে ধন্যবাদ জানান রণজিৎ দাস।
সাংবাদিকদের জন্য উপভোক্তা অধিকার সংক্রান্ত সচেতন শিবির
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment