ডাঃ গৌতম ভট্টাচার্য : অর্থোপেডিক সার্জেন।
মেয়েটাকে দেখে হঠাৎ তোমার মুখটা মনে পড়ে গেলো সাঁঝ
ভালোবেসে সাঁঝ নাম দিয়েছিলাম ।
মেয়েটা আত্মহত্যা একটা অনুভূতি তৈরি করেছে, ভয় না কষ্ট!!
কালরাতে সবার চিৎকার শুনেই ঘুমটা ভেঙেছিলো আমার,
বেরিয়ে দেখলাম ছোটবেলার সেই শিথিল চোখদুটো,
কেমন যেনো ঘোলাটে হয়েছে, অথচ কি ভীষন স্পষ্ট!!
সাঁঝ!! এই নামেই ডাকতাম তোমার কয়েক বছর আগে।।
তুমি বলতে তোমার অন্ধকারের প্রদীপ আমি, তোমার সাঁঝের আলো!!
সেদিন তোমার চলে যাবার পথটায় অনেক্ষন তাকিয়ে ছিলাম,
কানে এসেছিল তোমার নতুন সংসার হয়েছে পরে বাস করছো অন্য কারো ঘরে ।।
কিন্তু স্বীকার করতে পারিনি আমাদের ভালোবাসার কথা,
মনে আছে প্রথম দেখা, ১১টা বেজে দশ ।।
তুমি এসেছিলে ইলশেগুঁড়ির প্রথম বৃষ্টি হয়ে,
খানিক্ষণ আমাকেও ভিজিয়েছিলে তোমার রূপে ।।
তখন ভরা বর্ষা চলছে, আকাশে মেঘের গর্জন !!
তোমার ঠোঁটের উষ্ণতায় আমার ঠোঁট পুড়লো তখন।।
এখন তুমি শুধুই স্মৃতি, তোমার লেখা হলদেটে চিঠিগুলো তোমায় কোনোদিন দেওয়া হবে না আর,
হয়তো অন্য রূপে অনুভবে তোমাকে পাবো ।।
ডাঃ গৌতম ভট্টাচার্য
Be First to Comment