নিজস্ব প্রতিনিধি : হুগলি, ২০ ডিসেম্বর ২০২১। সমাজসেবী কুন্তল ঘোষ কে প্রায় সকলেই এক ডাকে চেনেন। করোনা আবহে গঠন করেন সবুজ সঙ্গী নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বাড়ি বাড়ি খাবার বিতরণ থেকে শুরু করে করোনা আক্রান্ত মানুষদের নিজে হাতে পুষ্টিকর হালিম বানিয়ে ঈদের দিন উৎসব পালন করেছেন। আবার আসানসোল থেকে আসা এক মায়ের ফুটফুটে সন্তানকে এস এস কে এম হাসপাতালে ভর্তি করানো এসবই করেছেন সবুজ সঙ্গীর কর্ণধার কুন্তল ঘোষ। এছাড়া পশুদের দেখভাল, রূপান্তরকামীদের সহায়তা, যশ ঘূর্ণিঝড়ের সময় রোগীর বাড়ির লোকেদের জন্য রাত্রিবাসের ব্যবস্থা করে ছিলেন কুন্তল ঘোষের পরামর্শে সবুজ সঙ্গীর সঙ্গীরা৷
কুন্তল ঘোষ সাংবাদিকদের জানান তাঁর এই বিপুল কর্মকাণ্ডের অনুপ্রেরণা জুগিয়েছেন বাংলা তথা ভারতের মা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দেশের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুবনেত্রী সায়নী ঘোষ এর সহায়তা ছাড়া করোনা আবহে সবুজ সঙ্গীর ব্যাপক সাফল্য অসম্ভব বলেও জানান কুন্তল ঘোষ৷
খেলাধূলার প্রতিও তার আগ্রহ৷ বাংলার ছেলেমেয়েরা বিশ্বের দরবারে খেলার সুযোগ পান এটাই তার একমাত্র লক্ষ্য৷ ভলিবল, হ্যাণ্ডবল খেলায় বাংলার ছেলেমেয়েদের প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্য মানবাধিকার সুরক্ষা ফোরামের জয়েন্ট সেক্রেটারি, হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেস এর জেনরেল সেক্রেটারি কুন্তল ঘোষ৷
Be First to Comment