**শ্রদ্ধাঞ্জলি**
——————-
অশোক ব্যানার্জী :-
সুরের আকাশে
আবার ইন্দ্র পতন !
শুকতারাটি চিরতরে
হারিয়ে গেছে যে কখন
জানতে পেলাম
কালকে সন্ধ্যা কালে
সন্ধ্যা তারা চুপি চুপি বুঝি
নীরবে গিয়েছে ঢলে!
সুরের আকাশে সাতটি দশক
জ্বল জ্বল করে জ্বলে
ইন্দ্র ধনুর জগতে এবার
পাড়ি দিয়ে গেছে চলে ।
কন্ঠের এই মাধুরী কখনো
ভুলতে কি পারা যায়?
সাতটি দশক ধরেই তার
গানের দোদুল দোলায়
দুলেছে হেসেছে নেচেছে মন,
আরো গান আরো গান
মনের আবেগে তৃষ্ণা মেটাতে
আকন্ঠ করেছি পান ।
সেই গান আজ চিরতরে গেছে থেমে
তানপুরাটা বাঁধা হবে না তো আর
সন্ধ্যা তারাকে স্মরণ করে আজ
পাহাড় প্রমাণ শ্রদ্ধা নিয়ে
জানাই নমষ্কার ।
Be First to Comment