Press "Enter" to skip to content

সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজো এই বছর ৮৬তম বর্ষে পদার্পন করলো……।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ আগস্ট ২০২১। আর মাত্র কিছুদিন পরেই বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব শুরু হবে। বর্তমানে সারা বিশ্বজুড়েই দুর্গাপুজোর আয়োজন করা হয়। আমাদের দেশের সব রাজ্যেই দুর্গাপুজো মহা সমারোহে আয়োজিত হয়।

কিন্তু এই বাংলায় বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের দুগাপুজোর নাম ডাক বিশ্বজোড়া। কলকাতায় আয়োজিত বিখ্যাত পুজো গুলোর মধ্যে অন্যতম মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার এর শারদীয়া দুর্গা পুজো।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ এই রূপ পেতে চলেছে।

এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো এই বছর ৮৬ তম বর্ষে পদার্পন করলো। শুভ জন্মাষ্টমীর পুন্যলগ্নে ঐতিহ্যবাহী এই দুর্গা পুজো কে কেন্দ্র করে ‘খুঁটিপূজো’ র অনুষ্ঠান আজ মহা সাড়ম্বরে পালিত হলো। খুঁটি পুজো শেষ হওয়ার সাথে সাথে প্রবল বর্ষণও এই পুজোর আনুষাঙ্গিক উপাচার কে বাধাপ্রাপ্ত করতে পারেনি। পুরোহিত মশাইয়ের পুজোর মন্ত্র উচ্চারণের সাথে ভক্তি সহকারে এই পুজোয় অংশগ্রহণ করেন পুজো কমিটির সভাপতি প্রবীণ সমাজসেবী ও রাজনীতিবিদ শ্রী প্রদীপ ঘোষ।

এই ঐতিহ্যবাহী পুজো সম্পর্কে সন্তোষ মিত্র স্কোয়ার এর সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, গতবছর থেকে চলা করোনা অতিমারীর প্রভাবে সাধারণ মানুষ ২০২০ সালে অনুষ্ঠিত পুজো মণ্ডপে প্রবেশ করতে পারেন নি। তবে এলাকার বাসিন্দারা পুজো মণ্ডপে প্রবেশ করে পুজোয় অংশগ্রহণ করেন।

এই বছর কি হবে এখনই বলা সম্ভভপর হবে না। গত বছর পুজো মণ্ডপে প্রবেশ করতে না পারলেও আমাদের তরফ থেকে মণ্ডপ সজ্জা, মায়ের প্রতিমা সহ আচার অনুষ্ঠানে কোন খামতি ছিল না। এই বছর ও সাধারণ মানুষকে বিপদে ফেলে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া হবে না।

তবে এইটুকু কথা বলতে পারি সাধারণ মানুষ আমাদের মণ্ডপ ও সাবেকি প্রতিমা দু চোখ ভরে দেখে আনন্দ পাবেন এবং মায়ের সামনে জোড় হাত করে মাথা নোয়াবেন।

বাকিটা দুর্গা মায়ের ভরসায় ছাড়া আছে। এই খুঁটি পুজো অনুষ্ঠানে এলাকার পুজো কমিটির মহিলা সদস্য ও স্থানীয় মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া।

More from GeneralMore posts in General »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.