সুদীপ্তা চক্রবর্তী : অভিনেত্রী, ১৫ সেপ্টেম্বর, ২০২৩। আমরা বেশ ভুলে যেতে পারি। বড় দের, পুরনো দের, যাঁরা আমাদের হাঁটার রাস্তা টা তৈরি করে দিয়ে গেলেন তাঁদের, যাঁরা এখন বাতিল বা ব্রাত্য তাঁদের — সবাইকে ভুলে মেরে দিয়ে নিজেরা সেই রাস্তায় দিব্যি হাঁটতে পারি সঙ্গে আট/দশজন বাউন্সার নিয়ে (বেশির ভাগ সময়েই অকারণে)।
সমীর মুখার্জী কাকু কে ও ভুলে গেছি আমরা। সত্যজিৎ রায়ের বহু ছবি চললেই তাঁর দেখা পাই, অগুনতি সাদা কালো বা রঙ্গীন পুরনো বাংলা সিনেমায় ছোট থেকে বড় নানান চরিত্রে অভিনয় করে মানুষকে কখনো হাসিয়েছেন, কখনো রাগিয়েছেন সমীর কাকু। গাড়ি চড়ে স্টুডিও য় ঢুকতে আমি অন্তত কোনদিন দেখিনি। অন্যরা দেখেছেন কিনা জানি না। বেহালায় নিজের অঞ্চলে লুঙ্গি আর ফতুয়া পরে সব্জি বাজার করতে দেখেছি বহুদিন। সাদামাটা জীবন যাপন করলেন বলেই কি আমরা ভুলে গেলাম? নাকি instagram reel বানান না বলে?
কি জানি !!
তবে ভুলে যে আমরা গেছি, সে বিষয়ে নিশ্চিত।
যাই হোক, আর তো দেখা হবে না। ক্ষমা চাওয়ার অপশন টা ও রইলো না।
যেখানেই থাকো শান্তিতে থেকো সমীর কাকু।
সত্যজিৎ রায় এর অন্যতম প্রিয় অভিনেতা সমীর মুখার্জী চলে গেলেন….।
More from CinemaMore posts in Cinema »
- ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে আগুনের পরশমনি চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন…।
- নবান্ন গিয়ে কাজ সেরে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় চিত্রসংবাদিক সুপ্রিয় নাগ…।
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘মহাগুরুর দাদাসাহেব’….।
- ভূত মানুষের মজাদার গল্প নিয়ে ভূতনি বউ….।
- কাহিনীচিত্র ‘আনন্দ বিদায়’-এর পোস্টার ও প্রমো মুক্তি ঘটল….।
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
More from EntertainmentMore posts in Entertainment »
- ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে আগুনের পরশমনি চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন…।
- প্রিয়বন্ধু সুপ্রিয়র আকস্মিক প্রয়াণ মেনে নেওয়া কঠিন….।
- নবান্ন গিয়ে কাজ সেরে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় চিত্রসংবাদিক সুপ্রিয় নাগ…।
- সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির বিজয়া সন্মেলনী…..।
- লন্ডনে শারদোৎসবের অনুষ্ঠানে ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশনা
- লন্ডনে শারদোৎসবে নৃত্যের মহড়ায় ডোনা গাঙ্গুলী….।
More from InternationalMore posts in International »
- ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে আগুনের পরশমনি চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন…।
- অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের আয়োজনে স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৪-২৫….।
- প্রিয়বন্ধু সুপ্রিয়র আকস্মিক প্রয়াণ মেনে নেওয়া কঠিন….।
- নবান্ন গিয়ে কাজ সেরে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় চিত্রসংবাদিক সুপ্রিয় নাগ…।
- সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির বিজয়া সন্মেলনী…..।
- প্রকৃতি সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে মার্লিন গ্রুপ।
Be First to Comment