Press "Enter" to skip to content

সংসদে ‘বাংলাদেশী’ মন্ত্রীর পরিচয় করাতে দেবেনা তৃণমূল……।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : গত সোমবার ছিল সংসদ ভবনে বাদল অধিবেশন শুরু হওয়ার প্রথম দিন।এই দিন সাইকেল চালিয়ে জ্বালানি তেল এর মূল্যবৃদ্ধির প্রতিবাদ আগেই করেছিল তৃণমূল কংগ্রেসের সাংসদরা।সংসদ ভবনে যখন ফোনে আড়ি পাতা নিয়ে তুমুল হইহট্টগোল চলছে।তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভার সম্প্রসারিত নতুন সদস্যদের আলাপ করিয়ে দিতে চেয়েছিলেন। তবে তা হলো না।বিরোধী দলগুলির মধ্যে তৃণমূল ছিল সবথেকে রনং দেহী।এদিন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রারেন জানান – ” যেহেতু কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক একজন বাংলাদেশের নাগরিক।তাই এই পরিচয় পর্বে আমরা বাধা দিয়েছি”। কেননা একজন কেন্দ্রীয় মন্ত্রী কে প্রথম শর্ত হিসাবে ভারতীয় নাগরিক হতে হবে বলে জানান এই সাংসদ। অসমের কংগ্রেস সাংসদ রিপুন বোরা সর্বপ্রথম কুচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী কে। যা তৃনমূল কংগ্রেস পরবর্তীতে রাজনৈতিক ইস্যু করে থাকে। আজ পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাওয়া, সহ ৬ টি বিষয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের আলোচনা চেয়েছিল।তা অবশ্য সায় দেয়নি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার।

More from PoliticalMore posts in Political »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *