Press "Enter" to skip to content

শ্রোতাদের কাঁদিয়ে চিরতরে চলে গেলেন সঙ্গীতশিল্পী কে কে…..।

Spread the love

চলে গেলেন সঙ্গীতশিল্পী কে কে

বাবলু ভট্টাচার্য : আমাদের দেশ ভারতবর্ষের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ (কে কে) মারা গেছেন।

গত ৩১ মে মঙ্গলবার  রাত ৯টার দিকে কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তিনি হোটেলে ফিরে যান তারপর আরো অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এস এস কে এম হাসপাতালে পোস্ট মর্টেম এর পর রবীন্দ্রসদনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করার পর গান স্যালুট এর মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় এই শিল্পী কে।

কে কে ১৯৬৮ সালের ২৩ অগাস্ট দিল্লির এক মালায়ালি পরিবারে জন্মেছিলে। দিল্লির মাউন্ট সেন্ট ম্যারিস স্কুলে পড়াশোনা করেন কৃষ্ণকুমার। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন তিনি।

১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয় কে কে-র একক অ্যালবাম ‘পল’। প্রথম অ্যালবামেই বিপুল জনপ্রিয়তা পান তিনি। অ্যালবামের টাইটেল ট্র্যাকটি মানুষের মুখে মুখে ফিরতে শুরু করে। ওই বছরই ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ‘তরপ তরপ’ গানটি তাঁর পায়ের তলার মাটি শক্ত করে দেয় বলিউডে।

যদিও ১৯৯৭ সালেই এ আর রহমানের হাত ধরে প্রথম প্লে ব্যাকের সুযোগ পান তিনি। পরবর্তী সময়ে হিন্দির পাশাপাশি অন্যান্য ভাষাতেও প্রচুর গান গেয়েছেন কে কে।

সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সঙ্গে কে কে-র টিউনিং বিশেষভাবে পছন্দ ছিল শ্রোতাদের।

‘তরপ তরপ’, ‘বরদাস্ত নেহি কর সকতা’, ‘দশ বহানে’, ‘আঁখো মে তেরি’, ‘জারা সা’, ‘খুদা জানে’র মতো হিট গানগুলির জন্য মোট ৫ বার বেস্ট মেল প্লে-ব্যাক সিঙ্গার ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কে কে। এছাড়াও স্ক্রিন অ্যাওয়ার্ড, জি সিনে অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড-সহ প্রচুর পুরস্কার রয়েছে বিখ্যাত এই সিঙ্গারের ঝুলিতে।

More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.