Press "Enter" to skip to content

শ্রীলগ্না দেবমিশ্রের উপস্থাপনায় মুম্বাইয়ের বাংলা ব্যান্ড বৈদ্যস কলকাতা মাতালো…..

Spread the love

সুজিৎ চট্টোপাধ্যায়: কলকাতা, ১৫ই ফেব্রুয়ারি ২০২০ যিশুর জন্মের ৫৪৩ বছর আগে বঙ্গ সন্তান বিজয় সিংহ শ্রীলঙ্কার অধীশ্বর হয়েছিলেন। সেই ট্র্যাডিশন আজও চলেছে। বঙ্গসন্তানের পদস্পর্শ পড়েনি এই বিশ্বে এমন জায়গা আছে কিনা সন্দেহ। সঙ্গীত জগতে মুম্বাই গিয়ে সঙ্গীত প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন এমন শিল্পী , সঙ্গীত পরিচালক বহু। মুম্বাইয়ের সিনেমায় অর্কেস্ট্রেশন এবং কোরাস গানের পথ প্রদর্শকও একজন বাঙালি। নাম তাঁর অনিল বিশ্বাস। দশকের পর দশক বাংলার সঙ্গীত প্রতিভারা ছুটে গেছেন , বৃহত্তর পরিবেশে স্বীকৃতির আশায়। কেউ সফল হয়েছেন কেউবা হয়েছেন কক্ষচ্যুত তারকা। কিন্তু আরব সাগরের তীরে তরী ভেরাতে ছিল না বিরাম। আজও নেই।

বঙ্গ তনয় সোম, রাজকুমার আর বিদিশা ত্রয়ী মিলিত হয়েছেন বৈদ্যস ব্যান্ডের পরিচয় নিয়ে বিশ্ব জয়ের সুপ্ত ইচ্ছে নিয়ে। এদের এই অদম্য ইচ্ছেকে উসকে দিতে স্কুল জীবনের সহপাঠিনী শ্রীলগ্না দেব মিশ্র ওদের এনেছেন কলকাতায়। শুক্রবার সন্ধ্যায় মধ্য কলকাতার আই সি সি আর মঞ্চে বৈদ্যস নিবেদন করলো তাদের গানের অঞ্জলি। শ্রীলগ্না জানালেন ,এই ত্রয়ী প্রতিভার রেট্রো মিউজিক দেশের দেশজ ধ্রুপদী সঙ্গীত,লঘু সঙ্গীত, বলিউড ফিউশন, রক পপ এমনকি বাঙালির প্রাণের গান রবীন্দ্রসঙ্গীত বাংরেজি মাধ্যমে পৌঁছে দেন রাজ্যের বাইরের সঙ্গীতপ্রেমী মানুষের কাছে। চল্লিশের দশক থেকে নব্বই এর দশকের ফিল্মি সঙ্গীতের মেলোডি তাঁরা যুগোপযোগী বিন্যাসে পরিবেশন করছেন আজকের প্রজন্মের কাছে। এরা নিজেরাও সঙ্গীত সৃষ্টি করছেন নিজেদের মত করে। দেখা গেলো তার কিছু নমুনা শ্রাব্য দর্শনের নান্দনিক প্রয়োগ। আশা করা যায় এক নতুন স্বাদের অনুভূতি বৈদ্যস এর গানে পাবেন সঙ্গীত বোদ্ধারা।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *