গোপাল দেবনাথ – খুব শীঘ্রই আসতে চলেছে অতনু রায় চৌধুরী প্রযোজিত নতুন ছবি ‘টনিক’।|শুক্রবার থেকে শুরু হলো ছবির শ্যুটিং। মুক্তি পেল ‘টনিক’ ছবির পোস্টারও।
কালিম্পং-এ চলছে ‘টনিক’-এর শ্যুটিং। শ্যুটিং স্পট থেকে ইন্সট্রাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছেন, ‘আজকে আমাদের টনিক এর প্রথম দিনের শ্যুটিং শুরু হলো , স্বাগত জানাই আমাদের পরিচালক অভিজিৎ সেন-কে , তার এক নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে , শুভকামনা রইলো|ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে। ছবিতে শকুন্তলার বিপরীতে অভিনয়ে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায়। ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব।
শ্যুটিং শুরু হলো – “টনিক”
More from GeneralMore posts in General »
- Funskool Organizes First-ever CATAN Championship in India: Shobhit Kasera Emerges as Winner….
- ইউসিএমএএস আন্তর্জাতিক প্রতিযোগিতা ২০২৪: বিশ্ব মানসিক গণিত প্রতিভার এক অসাধারণ প্রদর্শনী….।
- Restaurateurs Serve Up Festive Cheer This Christmas: NRAI Santa’s Cause….
- Princeton Club Becomes the Heart of Festive Cheer this Christmas….
- তুমি বহুরূপে সেজে এসো হাসি মজা দিয়ে শুধু ভালোবেসো…।
- Sau Saal Pehle: Sonu Nigam’s Homage to Mohammed Rafi on His 100th Birth Anniversary….
Be First to Comment