Press "Enter" to skip to content

শ্যুটিং শুরু হলো – “টনিক”

Spread the love

গোপাল দেবনাথ – খুব শীঘ্রই আসতে চলেছে অতনু রায় চৌধুরী প্রযোজিত নতুন ছবি ‘টনিক’।|শুক্রবার থেকে শুরু হলো ছবির শ্যুটিং। মুক্তি পেল ‘টনিক’ ছবির পোস্টারও।
কালিম্পং-এ চলছে ‘টনিক’-এর শ্যুটিং। শ্যুটিং স্পট থেকে ইন্সট্রাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছেন, ‘আজকে আমাদের টনিক এর প্রথম দিনের শ্যুটিং শুরু হলো , স্বাগত জানাই আমাদের পরিচালক অভিজিৎ সেন-কে , তার এক নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে , শুভকামনা রইলো|ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে। ছবিতে শকুন্তলার বিপরীতে অভিনয়ে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায়। ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.