Press "Enter" to skip to content

কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৩ নভেম্বর, ২০২৫। কিংবদন্তি সঙ্গীতগুরু সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ১৩ নভেম্বর বৃহস্পতিবার এক স্মারক স্বর্ণমুদ্রা প্রকাশ করে, সহযোগিতায় আনন্দপুর সলিল চৌধুরী জন্মশতবার্ষিকী সোসাইটি।

সলিল চৌধুরী — এক এমন নাম যা সোনার মতই অমূল্য।আর এই ‘স্বর্ণাঞ্জলি’ স্বর্ণমুদ্রা — কিংবদন্তি সঙ্গীতগুরুর প্রতি এক দীপ্তিময় শ্রদ্ধার্ঘ্য — তাঁর সুরের জাদু ও ব্যক্তিত্বের উজ্জ্বলতা যা প্রতিফলিত করে। এটি এক অমূল্য স্মারক, যা তাঁর প্রতিভার প্রতীক।

এদিনের অনুষ্ঠান শুরু হয় এক অডিও-ভিজুয়াল প্রদর্শনের মাধ্যমে, যেখানে সলিল চৌধুরীর সমসাময়িক শিল্পী, সুরকার, গীতিকার ও পরিচালকরা— যেমন দ্বিজেন মুখার্জি থেকে গুলজার পর্যন্ত — যাঁরা তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতেন ও তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁরা হৃদয় উজাড় করে তাঁদের স্মৃতিচারণা ভাগ করে নেন। সাথে তন্ময় বোস থেকে শ্রীজাত — আজকের প্রজন্মের তারকা ভক্তরাও শ্রদ্ধায় স্মরণ করেন এই মহান শিল্পীর অতুলনীয় অবদান।

এরপর সলিল চৌধুরীর দুই মেয়ে অন্তরা চৌধুরী ও সঞ্চারী চৌধুরী , শিল্পী শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট সলিল চৌধুরীর জীবন, সঙ্গীত ও দর্শনের নানা দিক তুলে ধরেন — এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গেয়ে ওঠেন অর্থবহ গান।

শেষপর্যন্ত, ‘সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি’ স্বর্ণমুদ্রা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন অন্তরা চৌধুরী ও সঞ্চারী চৌধুরী, শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট — তাঁদের সঙ্গে ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।

অন্তরা চৌধুরী বলেন, “আমার বাবার জন্মশতবর্ষে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি স্বর্ণমুদ্রা প্রকাশ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য ও আমাদের স্মারক প্রকল্পগুলোকে সার্বিকভাবে সমর্থন করার জন্য আমি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

শ্রীকান্ত আচার্য ও কল্যাণ সেন বরাট তাঁদের বক্তব্যে সলিল চৌধুরীর মহানত্ব, সঙ্গীতদর্শন ও অনন্যতা নিয়ে আবেগভরে কথা বলেন — যা মুহূর্তেই অনুষ্ঠানে এক সোনালি স্মৃতিমেদুর পরিবেশ তৈরি করে।
শ্রীকান্ত আচার্য বলেন “কিংবদন্তি শিল্পীর জন্মশতবর্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের স্মারক স্বর্ণ মুদ্রা প্রকাশ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স -এর ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা সবসময়ই ভারতীয় সঙ্গীত ও নৃত্যজগতের মহারথীদের সম্মান জানাতে গর্ব অনুভব করি। আমাদের ‘সর্বোত্তম সম্মান’-এর প্রাপকরা হলেন পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণিয়ম, বিশ্বমোহন ভাট, পারভিন সুলতানা, উস্তাদ আমজাদ আলি খান ও উস্তাদ জাকির হুসেনের মতো সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীরা।” তিনি আরও যোগ করেন, “উল্লেখযোগ্যভাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রথম স্বর্ণমুদ্রা প্রকাশ করেছিলাম আমরাই — ২০০৮ সালে।”

অর্পিতা সাহা বলেন, “সলিল চৌধুরীর প্রতি আমাদের শ্রদ্ধা এক দীর্ঘ সম্পর্কের প্রতিফলন — যা শুরু হয়েছিল সলিল চৌধুরী মেমোরিয়াল অনার্স’-এর মাধ্যমে, যার প্রথম প্রাপক ছিলেন ড. কে. জে. যেশুদাস, ২০১৬ সালে। সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ভাবলাম, এই স্বর্ণমুদ্রা প্রকাশই হবে সবচেয়ে উপযুক্ত শ্রদ্ধার্ঘ্য — কারণ তাঁর নামটি সত্যিই সোনার মত মূল্যবান।”

শেষে ঘোষণা করা হয়, ‘সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি’ স্বর্ণমুদ্রা-এর সীমিত সংস্করণ খুব শিগগিরই বিক্রয়ের জন্য উপলব্ধ হবে — পাশাপাশি চাহিদা অনুযায়ী সোনায় ঢাকা রুপোর মুদ্রাও পাওয়া যাবে, যতদিন স্টক থাকবে।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »
More from JewlleryMore posts in Jewllery »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.