নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৫ জুন ২০২৩। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এমন এক সংস্থা যে এই সমাজের কাছে দায়বদ্ধ- আমাদের এই গোটা বিশ্বে যে সমস্ত সমস্যা মাথাচাড়া দিয়েছে বা যে সব অসুখ সমাজের বুকে গভীর ক্ষত নিয়ে বেড়ে চলেছে সেই সব কারণগুলোকে দূর করতে ও সমাজের কাজে লাগতে এই সংস্থা সব সময়ই উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে।
৫ জুন – বিশ্ব পরিবেশ দিবস। আমরা উন্নয়নের উদ্দেশ্যে যেভাবে বন, জঙ্গল গাছপালা উজাড় করে চলেছি তাতে অপূরনীয় ক্ষতি হয়ে চলেছে। একদিকে যেমন বিশ্ব উষ্ণায়নের চোখ রাঙানি রয়েছে, তেমনি বেঁচে থাকার ক্ষেত্রে নানা ঝুঁকির সামনাসামনি হচ্ছি আমরা। পুরো পরিস্থিতিটা এক প্রকার চরম বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে। এমনকী এই গ্রহে আগামী দিনে আর কোন প্রাণীর অস্তিত্ব থাকবে কিনা তারও ঝুঁকি থেকে যাচ্ছে।
এই বছর, ৫ই জুন ২০২৩ – বিশ্ব পরিবেশ দিবসে আমাদের পরিবেশকে বিশ্ব উষ্ণায়নের চোখ রাঙ্গানি থেকে বাঁচাতে এবং পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য এক বিশেষ সতর্কতামূলক প্রচার চালানোর প্রয়াস নিয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স ।
আমাদের আগামীকে এক সুন্দর সবুজের আবরণে ঢেকে দিতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে এবং এটি করার জন্য সংস্থার তরফ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এই সংস্থা বিভিন্ন স্তরে ‘বৃক্ষরোপণ অভিযান’ গ্রহণ করেছে।
শ্যামলিমা অ্যাপার্টমেন্ট ও রবীন্দ্রপল্লী কোয়ার্টার কমপ্লেক্সে গাছ লাগানোর এই প্রয়াস শুরু করা হয়েছে। তাঁদের থাকার জায়গাটা একটু সবুজ করে তুলতে আবাসন কমপ্লেক্সের সদস্যরা এবং বিশেষ করে শিশুরা রোপণ করা গাছের দেখাশোনার দায়িত্ব নেবে। উদ্দেশ্য হল, এই কাজটি নিরন্তভাবে চালিয়ে যাওয়া এবং বিশ্বের জন্য একটি সবুজ বার্তা ছড়িয়ে দেওয়া।
Be First to Comment