গোপাল দেবনাথ; আগরতলা, ২০ মার্চ ২০২২। স্বর্ণবিপণীর খ্যাতি এখন ভারত জোড়া। এক ডাকেই সবাই চেনে শ্যামসুন্দর কোং জুয়েলার্স। ব্যাবসার বাইরেও সামাজিক দায়িত্ববোধের এক অঙ্গীকার নিয়ে এই স্বর্ণবিপণী বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত থাকে বছরভর। আগামী ২১থেকে ২৭ মার্চ ২০২২ হরিয়ানায় অনুষ্ঠিত হতে চলেছে ৪০ তম জাতীয় যোগা চাম্পিয়নশীপ প্রতিযোগিতা। ত্রিপুরা থেকে নির্বাচিত সেই রাজ্যের যোগা টিমকে ১লক্ষ টাকা অনুদান দিল শ্যামসুন্দর কোং জুয়েলার্স। দলের হাতে অনুদান তুলে দেন সংস্হার প্রাণপুরুষ রূপক সাহা।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সম্পাদক সরোজ চক্রবর্ত্তী, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির চেয়ারম্যান দিব্যেন্দু দত্ত, এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ব্রজলাল ভৌমিক ও প্রাক্তন সম্পাদক যিশু চক্রবর্ত্তী । ত্রিপুরার নির্বাচিত ৩৮জনের দলটিকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে ৬জন প্রশিক্ষকেরও ব্যবস্থা করেছেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। রূপকবাবু ভূমিপুত্র হিসেবে যথেষ্ট আশাবাদী যে ত্রিপুরার দল জাতীয় প্রতিযোগিতায় সাফল্য পাবে।
Be First to Comment