Press "Enter" to skip to content

শোনা যাবে ‘বন্দে মাতরম’ সাবেকি সুরে দেবজিত্-ঋদ্ধির কন্ঠে, প্রাক্-কথনে শুভাপ্রসন্ন…..। 

Spread the love

তৃষা দেবনাথ : কলকাতা, ১৬ আগস্ট ২০২১। ১১৭৬ বঙ্গাব্দের সন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ যেখানে ভবানন্দের আহ্বান “আমরা অন্য মা মানিনা….জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী।আমরা বলি জন্মভূমিই জননী,আমাদের আছে কেবল সুজলা, সুফলা, মলয়জশীতলা, শস্যশ্যামলা জন্মভূমি।’ সঙ্গে গীত হল মাতৃবন্দনা ‘বন্দে মাতরম’।পরাধীন ভারতের গনদাবীতে সেই গান রূপ নেয় জাতীয় সঙ্গীতের। ভারতীয় সংবিধান হিসেবে তা এখন জাতীয় গান। স্বাধীনতা দিবসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে একাডেমি থিয়েটার এবং ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক একাডেমির যৌথ উদ্যোগে প্রকাশ পেল সাবেক সুরে ‘বন্দে মাতরম’।গান করেছেন দেবজিৎ বন্দোপাধ্যায়, ঋদ্ধি বন্দোপাধ্যায় এবং ঋদ্ধি বন্দোপাধ্যায় মিউজিক একাডেমির শিক্ষার্তীরা। নৃত্যে মধুবনী চট্টোপাধ্যায়, অভিরূপ সেনগুপ্ত। প্রাক্-কথনে বিশিষ্ট চিত্রকর শুভাপ্রসন্ন।
পরাধীন ভারতে রবীন্দ্রনাথের সুরে ‘বন্দে মাতরম’ এর পাশাপাশি যে গান দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল বঙ্গভঙ্গের সময় সেই সুরের গানটিই প্রকাশিত হল ঋদ্ধি বন্দোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.