গোপাল দেবনাথ : কল্যাণী, ১ মার্চ, ২০২৫। উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমিকা পালন করে। সাংবাদিকরা জাতির বিবেক বলে গণ্য হয়। তাই দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বর্পূণ। তাই সাংবাদিক গড়ার লক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল দশ দিনের সাংবাদিকতার কর্মশালা। কর্মশালাটি শেষ হল শনিবার। উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কল্লোল পাল বলেন, “কোনটা সংবাদ আর কোনটা ব্যক্তির পার্সোনাল জাজমেন্ট—সেই পার্থক্য নির্ণয় করা খুব মুশকিল। সাংবাদিকতার কাজ সঠিকভাবে, সুচারুভাবে, সংবেদনশীলতা মেনে সংবাদ পরিবেশন করা।”
কর্মশালা শেষে জার্নালিজম সার্টিফিকেট কোর্সের ডিরেক্টর অধ্যাপক সুখেন বিশ্বাস উপস্থিত সাংবাদিকদের বলেন, “কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি, এর ফলে কর্মপ্রার্থী ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের পথ কিছুটা হলেও সুগম হবে।” কর্মশালায় শতাধিক ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ দিয়েছেন বিভিন্ন সংবাদপত্র, টিভি চ্যানেল, বেতার, পোর্টালের সাংবাদিক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। সংবাদ সংগ্রহ, প্রতিবেদন রচনা, মিডিয়া নীতি, এফ এম সঞ্চালনা, লাইভ সাংবাদিকতা, ডিজিটাল সাংবাদিকতা ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কর্মশালায়। জানা গেল, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, মেদিনীপুর প্রভৃতি তো বটেই, সুদূর ত্রিপুরা থেকেও শিক্ষার্থীরা যোগ দিয়েছেন এই কর্মশালায়। সাংবাদিকদের কর্মশালায় উপস্থিত থাকতে পারে ছাত্র ছাত্রীরা খুবই খুশি বলে জানা গেল।
Be First to Comment