সায়ন দেবনাথ : কলকাতা, ১২ সেপ্টেম্বর, ২০২৪। ফ্যাশন ডিজাইনার শুভদীপ মিত্র যিনি সংস্থার কর্ণধার এবং প্রতিষ্ঠাতা ‘শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড”। এই সংস্থার এই বছরের পূজা কালেকশন লঞ্চ হল । তারই ব্র্যান্ড শুট হল কলকাতার একটি বিখ্যাত ঐতিহ্যবাহী স্থান শোভা বাজার রাজবাড়িতে। পূজোর পোশাক মানেই বাঙালির আভিজাত্য। সেই আভিজাত্যপূর্ণ পোশাকের সঙ্গে ঐতিহ্যমন্ডিত রাজবাড়ীর মেলবন্ধনই হল এদিনের প্রয়াস। দুর্গা পুজোর আর মাত্র ২৭ দিন বাকি। আমরা প্রত্যেকে বাঙালি এই দুর্গোৎসবের জন্য সারাবছর ধরে অধীর অপেক্ষায় থাকি। এবারের পুজোয় পুরুষদের এথনিক ওয়্যার হিসেবে কুটিওর ব্র্যান্ড এনেছে ধুতি ও পাঞ্জাবি আর মেয়েদের জন্য রয়েছে শাড়ি। সেই প্রথাগত এথনিক ওয়্যার এর সঙ্গে একটু ফিউশন করে ,কনটেম্পোরারি করে এই শ্যুট’টার প্ল্যান করা হয়েছে। এই ফোটো শ্যুটিং এ উপস্থিত হয়েছিলেন কয়েকজন ফ্রেশ মডেল এবং কয়েকজন প্রফেশনাল মডেল। পাঁচজন সেলিব্রেটি মডেল এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। তাঁরা হলেন অভিনেত্রী মৌবনী সরকার ,অমিতাভ দাস, সায়ন্তী দাস ,সায়ন্তনী মজুমদার এবং অর্কপ্রভ ভট্টাচার্য। ফটোগ্রাফিতে- তথাস্তু এন্ড টিম , মেকআপে- দীপ্তমা , পুরো অপারেশনাল ম্যানেজমেন্টে আছেন ম্যানেজার সৌমিয়া সমাদ্দার। আশা করবো বাংলার মানুষদের অবশ্যই এই উপস্থাপনা ভালো লাগবে। এদিনের কনসেপ্ট থিম হল ‘স্টোরি অফ ক্রাফটসম্যানশিপ’। শিল্পীর লক্ষ্য ক্রাফটস অর্থাৎ বাংলার শিল্প যেমন তাঁত, বালুচরি ,হ্যান্ড প্রিন্টিং,কাঁথা স্টিচ এই প্রত্যেকটা কাজের ট্র্যাডিশন বজায় রেখে নিজের মতন করে,
কমটেম্পোরারি করে সকলের কাছে উপস্থাপিত করা।
শুভদীপ মিত্র কুটিওর ব্র্যান্ড এর ফোটো শ্যুট…।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment