Press "Enter" to skip to content

শিশু দিবস উদযাপনে নোপানি হাইস্কুল….।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২ ডিসেম্বর ২০২৪। গত ১৪ ই নভেম্বর স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে গোটা দেশে শিশু দিবস পালিত হয়। সেই উপলক্ষেই কলকাতার অন্যতম বর্ষপ্রাচীন বিদ্যালয় নোপানি হাইয়ের শিশু বিভাগে আয়োজন করা হয় ছোট্ট একটি অনুষ্ঠানের। বিভিন্নরকম খেলাধূলা যেমন ডাম্ব শ্যারাড, মিউজিকাল চেয়ার ইত্যাদির মাধ্যমে ছোটদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল। আবার শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে ছোটদের নাচ-গান-আবৃত্তি সম্মিলিত পরিবেশনাও ছিল চমৎকার। সবশেষে ছোট্ট উপহার আর সকলে মিলে হালকা খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে দিনটি সকলের কাছে উপভোগ্য হয়ে উঠেছিল। এর পাশাপাশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। এইদিন তাদের নিয়ে যাওয়া হয় কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিকাল মিউজিয়াম (বিআইটিএম)-এ। সেখানে তারা “আন্ডার ওয়াটার থ্রিডি শো” এবং “বিজ্ঞানের ম্যাজিক” উপভোগ করে। এ ছাড়াও ছাত্রছাত্রীরা “কৃত্রিম কয়লাখনি” ভ্রমনের সুযোগ পায়, যা তাদের প্রাকৃতিক খনি থেকে কয়লা উত্তোলন ও তার স্থানান্তর প্রক্রিয়া সম্পর্কে জানতে সাহায্য করে। প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য এরকম শিক্ষামূলক ভ্রমণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দিব্যেন্দু সেনশর্মা মহাশয়। তিনি আরও বলেন, আগামী দিনেও শিক্ষার্থীদের সুবিধার্থে এরকম একাধিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.