গোপাল দেবনাথ : কলকাতা, ২১, নভেম্বর, ২০২০। গত একবছর ধরে বিশ্বজুড়ে করোনা মহামারীর আতঙ্ক আজও শেষ হয়নি। অতিমারীর কারণে বড়দের সাথে সাথে ছোট শিশু কিশোর কিশোরীরাও আজও গৃহবন্দি। প্রতিটি শিশুর মধ্যেই নানান ধরণের প্রতিভা লুকিয়ে আছে। এই সব ছোট শিশুদের কর্মকাণ্ড না দেখলে বিশ্বাস করা সম্ভবপর নয়।

এই বাংলার সকল শিশুদের কথা মাথায় রেখে সাইন প্রোডাকশন এর পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক সন্তু সিনহার আয়োজনে একটি কিডস ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। আমাদের রাজ্যে বসবাসকারী ২৭ জন শিশু কে বাছাই করে তাদের ফ্যাশন শো এর জন্য গ্রূমিং করে গড়ে তোলেন দেবাশীষ দোলুই। এই অভিনব ফ্যাশন শো এর জন্য বিশেষ ভাবে সংগীত সৃষ্টি করেছেন পৃথিবী ব্যান্ড এর গায়ক কৌশিক চক্রবর্তী। এই বাছাইকরা শিশুদের নিয়ে পুরো ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছিল অনলাইনে।

এই সব শিশুরা ফ্যাশন সম্বন্ধে এত সচেতন না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। গতকাল কলকাতা প্রেস ক্লাবে এমনই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছিল ডিজিটাল স্ক্রিনে। প্রত্যেকটি শিশু তাদের বাড়ির আনাচে কানাচে ছাদে বারান্দায় বেডরুমে অসাধারণ সব পোশাক পরিচ্ছদ পড়ে বড়দের মতো অঙ্গ ভঙ্গিমায় ক্যাট ওয়াক করে মাত করে দেয়। এই অনুষ্ঠানের মাঝেই দুই বিশিষ্ট মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

তারা হলেন সর্বজন শ্রদ্ধেয় সদ্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। উল্লেখ্য এই ফ্যাশন শো এর বিচারকের আসনে উপস্থিত থাকার কথা ছিল প্রয়াত শর্বরী দত্ত র। ফ্যাশন শো টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ৪ঠা এপ্রিল নিউটাউনের নজরুল মঞ্চে। করোনা মহামারীর জন্য সব ওলট পালট হয়ে গেল বলে জানালেন উদ্যোক্তারা।

দীর্ঘদিন ধরে বাড়িতে কাটানোর পর এই শিশুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাওয়া গেল চনমনে মেজাজে। এই সাংবাদিক সম্মেলন এবং কিডস ফ্যাশন শো এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী মৌবনি সরকার, জনপ্রিয় ঘোষিকা রেশমী বাগচী এবং উদ্যোক্তা সন্তু সিনহা।

এ ছাড়াও ছিলেন প্রবীণ সাংবাদিক কবি ও লেখক অনুপ কুমার বর্ধন। ছোট্ট ছোট্ট শিশুদের হাতে সাইন কিডস এওয়ার্ড – ২০২০ বড় সাইজের সার্টিফিকেট ও ট্রফি তুলে দিলেন উপস্থিত অতিথিগণ।

পুরস্কার প্রাপক এক খুদে শিশু কে অভিনেত্রী মৌবনি সরকার এর কোলে উঠে পুরস্কার গ্রহণ করতে দেখা গেল।

এই সব শিশুদের সাফল্যের পিছনে তাদের বাবা ও মায়ের অবদান বিশেষ ভাবে উল্লেখ করতে হয় বলে জানালেন উপস্থিত বক্তারা।

এত সুন্দর ভাবে শিশুদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন

করার জন্য সাইন প্রোডাকশন কে অভিনন্দন জানাতে হয় বলে জানালেন অতিথি অনুপ কুমার বর্ধন।

Be First to Comment