শম্পা দেবনাথ : ভাগলপুর, ২০ মে, ২০২৪।
তোমার স্মৃতি বুকে নিয়ে
আজ ও আমি বিভোর চেয়ে…
পদ্মা পাড়ের গ্রামখানিরে
যেদিন ভালোবেসে ছিলে….
প্রেয়সি আমি ধন্য হলাম,
প্রেমিকপ্রবর শেষ বিকেলে…!
আমি শিলাইদহ
চিনলে মোরে..?
যৌবনেতে দুঃখ সুখের
সাথী ছিলেম অহরহ..
আমি শিলাইদহ…!
সকাল ছিল কুয়াশা মাখা..
অলস দুপুর পুরো ধোঁয়ায় ঢাকা..
ধুলো পরে স্মৃতির ভারে..
“পদ্মাবোট”… মনে পড়ে?
শিল্পী মনের পাহাড়ে নদী
বেঁধে রাখা যেত যদি..
তুমি হেথায় রয়ে যেতে
শেষ বিকেলের সঙ্গী হতে!
পদ্মা নদী আছে মনে?
সেই গো যেথায় বলাকা সনে..!
তোমার মনের হলো মিতা
ছিলাম আমি সঙ্গী তোমার…
মনে পড়ে ” শেষের কবিতা”?
নদীর ধারে সারি সারি
বন বীথি আর শূন্যতার ই
পদ্মা যেথায় আকাশ নীলে
আলিঙ্গনে অবহেলে..
চুপটি করে গাঁও কিনারে
মিলে যায় যে কোন আঁধারে
মনে পড়ে..?
কবি মনের বেখেয়ালে
কোন পথে যাওয়া একা ফেলে
অবরোধ শিশু প্রেমিক প্রবর
কোকিল গানের ঐ দ্বিপ্রহর..!
তোমার চোখের উদাস চাওয়া
এই এসে এই হারিয়ে যাওয়া..!
একলা ফেলে যাবে যদি
শিলাইদহ পদ্মানদী..!
কেন এলে ?
হারিয়ে গেলে..!
তোমায় ভালোবেসে চলি
ফকির মনের অলিগলি
“চৈতালি” আর “চিত্রা” সনে
কোন খেয়ালে শব্দ বুনে
স্নেহের পরশ সেই মধু রং
শেষ গোধূলি ভাবায় এমন
“বিরহিনী শিলাইদহ
আমি “রবির” শিলাইদহ !
শিলাইদহের কুঠিবাড়ি
পদ্মা পাড়ের আড়াআড়ি!
ছোট্ট মেয়ের লজ্জা পাওয়া
নতুন মুখে চলে যাওয়া..
রাখাল বালক লাঙ্গল মাটি
গৃহস্থ ঘর পরিপাটি..
উজল আলোয় সূর্য সেথায়
আসমানী রং সোহাগ ছড়ায়!
দিন ছিল মোর “সোনার তরী”!
পতঙ্গ যে জ্বলে মরি..
এক প্রভাতে জেগে দেখি
কোথায় চলে গেলে …একি!
“শিলাইদহ” অনামী গ্রাম
তোমার নামে খ্যাতি পেলাম!
নাম যশেতে কি আসে যায়
মনের সাথী যদি হারায়
তবুও তুমি মনে রবে
স্মৃতির ভিড়ে দেখা হবে!
Be First to Comment