নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ এপ্রিল ২০২২।
করোনাকালে গত দু বছরে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় এনেছে এক নতুন দিগন্ত। অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষা-স্বাস্থ্য সহ নানা বিষয়ে মানুষ যে ভাবে অনলাইনের সাহায্য পেয়েছে এবং সেই ব্যবস্থাকে আরও কীভাবে বিস্তৃত করা যায় তাই নিয়ে সকলেই কাজ করে চলেছে। ইন্টারনেটের সাহায্যে বাড়িতে বসেই পড়ুয়ারা পড়াশোনা করেছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনলাইন বহুমুখী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে ছাত্রছাত্রীরা।
প্রায় দুবছর অতিক্রান্ত হওয়ার পর করোনার প্রকোপ কমতেই খুলছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। এবার ফিরে যেতে হচ্ছে সেই পুরনো পদ্ধতিতে। কিন্তু করোনার মতো মহামারী যেভাবে এই শিক্ষাব্যবস্থাকে নতুন এক আলোর দিশা দেখিয়েছে, সেটাকে কীভাবে আরও বিস্তার করা যায় তাই নিয়েই সেমিনার অনুষ্ঠিত হল গত ৮ মার্চ শুক্রবার পার্ক হোটেলে। Amazone Web Services (AWS) ও Learning Spiral Pvt Ltd-এর যৌথ উদ্যোগে এই সেমিনারে হাজির হয়েছিলেন কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক এবং আইটি বিশেষজ্ঞরা।
উদ্দেশ্য আগামীদিনে কীভাবে এই অনলাইন শিক্ষাব্যবস্থাকে আরও সহজ উপায়ে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যায়।
Learning Spiral Pvt Ltd ভারতের বহুজাতিক সফটওয়্যার সংস্থা। যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য একত্রীকরণ করে অনলাইনের সাহায্যে শিক্ষাব্যবস্থাকে সহজভাবে পরিচালন ব্যবস্থাকে রূপায়িত করে। এবার এই সংস্থা সাধারণ ছাত্রছাত্রীদের কাছে শিক্ষার নয়া উপকরণ আরও সহজভাবে পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তাই বিশেষজ্ঞ শিক্ষাবিদদের একছাতার তলায় এনে তাঁদের পরামর্শ মতো একটি উন্নত আধুনিক ব্যবস্থা রূপায়িত করতে উদ্যোগী হয়েছে। কলকাতার নামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইটি বিশেষজ্ঞরা তাঁদের মতামত ব্যক্ত করলেন এই সেমিনারে। দেখানো হল সংস্থার অত্যাধুনিক প্রেজেনন্টেশন। যেখানে ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের সুবিধার্থে কীভাবে এই সংস্থা তাদের সফটওয়্যারের মাধ্যমে সহজভাবে তাদের কাজকর্ম করতে পারে।
প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে নিজেদেরকেও উন্নত করতে হয়। তা না হলে আধুনিকতার সঙ্গে তাল মেলানো কঠিন। সমস্ত বক্তাদের মতামতে এই নির্যাস উঠে এল সেমিনারে।
সংস্থার চিফ অপারেটিং অফিসার (COO) মুকেশ কুমার রায়, সংস্থার ফাউন্ডার মনীশ মোহতা এবং মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সৈকত মৈত্র সকলেই এই বিষয়ে একমত ব্যক্ত করলেন।
১) ) মুকেশ কুমার রায়, COO, Learning Spiral Pvt Ltd
২) মনীশ মোহতা, ফাউন্ডার, Learning Spiral Pvt Ltd
৩) ডঃ সৈকত মৈত্র, উপাচার্য, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়।
Be First to Comment