টে ডি
বাবলু ভট্টাচার্য : টেডি বিয়ার ভালুকের আকার সংবলিত এক ধরনের সফট টয়। ১৯০২ সালে জার্মানিতে প্রথমবারের মতো খেলনা ভালুক তৈরি করা হয়। মার্গারেট স্টিফ নামের একজন ব্যক্তি খেলনা ভালুক তৈরি করেন। সেগুলো ছিল তুলোর তৈরি।
মার্কিন প্রেসিডেন্ট থিয়েডর রুজভেল্টের ডাকনাম ছিল টেডি। তিনি শিকার করতে ভালোবাসতেন। একবার মিসিসিপির জঙ্গলে তিনি ভালুক শিকার করতে গেলেন। সারাদিন চেষ্টা করেও কোনো ভালুক শিকার করতে পারলেন না। তখন সরকারি কয়েকজন কর্মকর্তা খয়েরি রঙের একটি ভালুক শাবক ধরে নিয়ে এলেন প্রেসিডেন্টের শিকারের জন্য। কিন্তু রুজভেল্ট ভালুক শাবকটিকে গুলি করলেন না। পরের দিন মার্কিন সংবাদপত্রে ছাপা হয় রুজভেল্টের এই মানবিকতার কাহিনি। শিকারে ব্যর্থ হয়েও সাধারণ মানুষের চোখে বীর বনে যান থিয়েডর রুজভেল্ট।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক রুশ নাগরিক—- মরিস মিচটম রুজভেল্টের ভালুক শাবকটির আদলে তৈরি করেন একটি সফট টয়। রুজভেল্টের অনুমতি নিয়েই এর নাম দেওয়া হয় ‘টেডি বিয়ার’।
Be First to Comment