নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০ অক্টোবর ২০২৪। পুজো মানে নতুন জামা,নতুন সিনেমা, পুজো সংখ্যা। অতি সম্প্রতি বাগবাজার শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম অডিটোরিয়ামে সংবাদ দর্পণ আয়োজিত “আগমনী সাংস্কৃতিক সন্ধ্যা” ও “শারদীয়া সংবাদ দর্পণ”-এর আত্মপ্রকাশ মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হল।
উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শুভ্রা দত্ত। “শারদীয়া সংবাদ দর্পণ ” -এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবানী দত্ত, অভিনেত্রী দেবিকা মুখার্জি, রাজনৈতিক ব্যক্তিত্ব তন্ময় ভট্টাচার্য, সম্পাদক সৌরভ দত্ত, সাহিত্যিক শিব শঙ্কর বক্সী,মানব মুখার্জি। বিশিষ্ট ব্যক্তিদের লেখা স্হান পেয়েছে বইটিতে। সঞ্চিতা সরকারের কবিতা সহযোগে নৃত্য পরিবেশন করেন ফিয়োনা সরকার। মধুমিতা দেবের নাট্যরূপে শ্রুতি নাটক করেন দেবিকা মুখার্জি, সঞ্চিতা সরকার ও ফিয়োনা সরকার। নাটকটিতে বর্তমান সমাজের পরিস্থিতি তুলে ধরতে দখম হয়েছিল। অঞ্জনা আর্ট অ্যাকাডেমি (নৈহাটি) সুব্রত পালের পরিচালনায় স্ত্রোত্রপাঠ, সঙ্গীত, নৃত্য, অঙ্কনের কোলাজে অভিনব এক অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করে। শতরূপা রায়চৌধুরীর পরিচালনায় কিঙ্কিনী -র ছোটশিশুদের নৃত্য পরিবেশন মনোগ্রাহী হয়েছে। সঙ্গীত পরিবেশন করেন অলিপ্রিয়া দেব, বিভাস দে।সাহিত্যিকদের সংবাদ দর্পণ স্মারক সম্মান প্রদান করা হয়। সংবাদ দর্পণ-এর অনুষ্ঠানটি প্রেক্ষাগৃহ পূর্ণ দর্শকদের মনোরঞ্জন করেছে।
শারদীয়া সংবাদ দর্পণ ২০২৩ -এর প্রচ্ছদ ডাকটিকিট-এ স্থান পেয়েছে। বিশ্বে প্রথম কোন বইয়ের প্রচ্ছদ ডাকটিকিট-এ স্থান পেল। প্রচ্ছদের ছবিটি ভারতের প্রথম সিলিকন দুর্গা, যা ২০২২ ন- পাড়া দাদাভাই সংঘের প্রতিমা। ছবিটি সংবাদ দর্পণ-এর সম্পাদক সৌরভ দত্তের তোলা।
ডাকটিকিট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার ও সাংসদ ইউসুফ পাঠান ,সাংসদ সৌগত রায়,ন-পাড়া দাদাভাই সংঘের মুখ্যসংগঠক অঞ্জন পাল ও সংবাদ দর্পণ-এর সম্পাদক সৌরভ দত্ত।
শারদীয়া সংবাদ দর্পণ-এর আত্মপ্রকাশে বিশিষ্টজন….।
More from GeneralMore posts in General »
Be First to Comment