বিশেষ প্রতিনিধি : বোলপুর, ২ মার্চ, ২০০২৫। শনিবার ১লা মার্চ শুরু হলো চলবে ৩রা মার্চ পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনদিন ব্যাপী *SMC MedExpo 2025*
All Bengal Private Nursing Homes And Hospitals Owners’ Association-এর উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, পজিটিভ বার্তা এবং বেঙ্গল ক্লিনিকাল এস্টাবলিসমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় আয়োজিত এই মেগা ইভেন্টে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রদর্শনী আয়োজিত হল।
এই SMC MedExpo 2025-এ প্রায় এক হাজার ডাক্তার, দুই হাজার নার্সিংহোম এবং হাসপাতালের মালিক ও কর্তৃপক্ষ, এবং ১৫০টিরও বেশি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অংশ নিয়েছেন। এটা স্বাস্থ্য ক্ষেত্রে সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ব্যক্তি, বিশেষজ্ঞদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন বলা যেতে পারে। যেখানে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা প্রদানের পদ্ধতি ও চিকিৎসা গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এই মেগা ইভেন্টের পাশাপাশি ওয়ার্ল্ড সায়ে কংগ্রেসের উদ্যোগে ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হলো, যেখানে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিলেন। আধুনিক চিকিৎসাবিজ্ঞান, বায়োটেকনোলজি, জিন থেরাপি, ক্যানসার গবেষণা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা পত্র উপস্থাপন করা হলো এবং আরো হবে বলে জানিয়েেন মেড
এক্সপো”২৫ এর আহ্বায়ক তথ্য শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয় পিট।
এছাড়াও, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ESTELLA 2K25-এর আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতিভা তুলে ধরতে এই উৎসবের গুরুত্বও অপরিসীম। এই তিনদিন মেডিকেলের ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল দক্ষতা তুলের ধরবে। শনিবার সকাল ১০টায় ESTELLA ’25 এর শুভ উদ্বোধন হয়েছে এবং বেলা ১১টায় SMC MedExpo ’25 শুভ উদ্বোধন হয়।
এশিয়ার বিখ্যাত লিভার রোগ ও লিভার ট্রান্সপ্লান্টেশন বিশেষজ্ঞ
ডাঃ সুরেশ সিংভি, দেশের প্রখ্যাত রেডিওলজিষ্ট ডাঃ কে প্রভাকর রেড্ডি, ডা : সুশান্ত ব্যানার্জী সহ দেশের প্রখ্যাত চিকিৎসকেরা এখানে উপস্থিত ছিলেন।
শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনদিন ব্যাপী এস এম সি মেডিক্যাল এক্সপো ২০২৫….।

More from GeneralMore posts in General »
- On women’s Day, Dabur Amla Hair Oil Launches Empowering “I’m Big, I’m Brave, I’m Beautiful” Campaign….
- বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫…।
- Prioritizing women’s health: Medica organizes free cancer screenings for Women’s Day….
- Acropolis Mall Celebrates International Women’s Day 2025 with Art, Recognition, and Engagement….
- Bipasha Sen Roy Launched Her First Hindi Music Video “Tumsa Nahi Hain”….
- রানাঘাট দেবোগ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ইতিহাসের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবীতে সামাজিক আন্দোলন….।
Be First to Comment