আমার কবিতা গুলো
প্রাণে ভরে নিও
—————————-
অশোক ব্যানার্জী :::—
আজ আমি উনআশি
বছর বয়সে পড়লাম !
জন্ম লগ্ন থেকে নির্বিঘ্নে
এতগুলো বছর পেরিয়ে এলাম
অবাক হলাম তাই ।
শরীরে বাসা বেঁধেছে এখন
ভয়ঙ্কর রোগ !
আমি চাই বা না চাই
নানান দূর্ভোগ
অবশ্যই সহ্য করতে
হচ্ছে আমায়।
এখন যেন আমার
খাঁচায় বন্দী জীবন !
বাইরে বেরোনো তো দূরস্থান
ধীরে ধীরে আমি বুঝি আরো
বৃদ্ধ হলাম এখন ।
না, ভয় পাইনি আমি
এতটুকুও, কেমন একটা
নির্লিপ্ত ভাব মনে।
ঈশ্বর চাইলে আরও
কিছু দিন এই পৃথিবীতে
কাটিয়ে যেতে পারি,
আর তা না হলে
দিতে হবে পাড়ি
অজানার উদ্দেশ্যে
এক নতুন স্বপ্নের দেশে !
জানি না অবশেষে
আর কত দিন
এই পৃথিবীতে থাকার
ছাড়পত্র পাবো আমি,
শুধু এইটুকু জানি
জন্ম একটাই,
এখনও মনে মনে
সারা পাই
কিছু কিছু
কাজ করে যাবার!
পদ্য, কবিতা লিখে তাই
সবাইকে একটু আধটু
আনন্দ দিতে চাই।
হয়তো আমার লেখা
তোমাদের সবার
পছন্দ নাও হতে পারে,
তবুও আমি বারে বারে
চেষ্টা করে যাই
সবাইকে আনন্দ দিতে।
আমার কবিতাগুলো যদি
ভালো লাগে তোমাদের,
প্রাণে ভরে নিও
ভালো না লাগলে যেন
সব ভুলে যেও,
আমি মোটেও কিছু
মনে করবো না।
ভাববো ওটাই ছিল ঠিক,
ওটাই ছিল আমার পাওনা।
না আমি হতাশ হবো না মোটে
এ জীবনে সবার ভালবাসায়
যতটুকু জোটে
সেটুকুই আমার পাওনা,
সেটুকু নিয়েই সন্তুষ্ট আমি
এর বেশি কিছুই চাই না।
অশোক ব্যানার্জী।
Be First to Comment