Press "Enter" to skip to content

শনিবার ‘জয়েন্টে’ স্পেশাল ট্রেনে  চাপতে রেল কে চিঠি রাজ্যের….।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : ১৭ জুলাই, ২০২১। আজ শনিবার অর্থাৎ ১৭ জুলাই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং বিভাগে এই পরীক্ষায় কয়েক লক্ষ পড়ুয়া এই প্রবেশিকা পরীক্ষায় বসতে চলেছে।মারণ ভাইরাস করোনা আবহে ইতিমধ্যেই রাজ্যের তরফে লকডাউনের মেয়াদ ১৬ জুলাই থেকে ৩০ জুলাই অবধি রাখা হয়েছে।  লোকাল ট্রেন চালুর অনুমতি দেওয়া হয়নি রাজ্যের তরফে।তবে গণপরিবহনে ৫০% অনুপাতে যাত্রীপরিবহন করতে বলা হয়েছে। মেট্রোরেল পরিষেবায় সোম থেকে শুক্রবার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে শনি ও রবিবার মেট্রোরেল পরিষেবায় অনুমতি দেওয়া হয়নি। তাই আগামী শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী কিভাবে পরীক্ষাকেন্দ্রে  যাবে?  বৃহস্পতিবার নবান্নের তরফে রাজ্যের সমস্ত জেলাশাসকদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের যাতায়াতে কোনরকম অসুবিধা যাতে না হয় সেই ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে। স্থানীয় থানা গুলি যেন আগামী শনিবার দায় দায়িত্ব পালনে সজাগ থাকে।ওইদিন বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত পরীক্ষা চলবে।তাই পরীক্ষার্থী সহ অভিভাবকদের সব রকম সহযোগিতায় এগিয়ে আসবে পুলিশ প্রশাসন। ওইদিন বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকা এবং আইনশৃঙ্খলা সুনিশ্চিত করতে বলা হয়েছে। অপরদিকে রাজ্য পরিবহন দপ্তর থেকে পূর্ব রেল এবং দক্ষিণপূর্ব রেল কর্তৃপক্ষ কে আগামী শনিবার স্টার্ফ স্পেশাল ট্রেনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী সহ অভিভাবকদের চাপানোর অনুরোধ রাখা হয়েছে। যদিও রেলের তরফে রাজ্যের এই আবেদনের পরিপ্রেক্ষিতে কি অবস্থান নেওয়া হবে তা জানানো হয় নি।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *