Press "Enter" to skip to content

লোপামুদ্রা মিত্রের অন্য ধারার উদ্যোগ “চারণ ফাউন্ডেশন”……।

Spread the love

বিশেষ প্রতিনিধি : ১, ফেব্রুয়ারি, ২০২১। গানের পাশাপাশি অন্য ধারার কাজ করার তাগিদ থেকে “চারণ ফাউন্ডেশন” তৈরি করলেন বিশিষ্ট সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র। প্রথম উদ্যোগ অচেনা শান্তিনিকেতনকে চেনার। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি শান্তিনিকেতন এ হবে থাকছে আলপনার কর্মশালা, সাঁওতালি নৃত্য, বাউল গান,ঘাসের গহনা তৈরির কর্মশালা।শান্তিনিকেতনের আলপনা

শান্তিনিকেতনের আশ্রমশিক্ষায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে আলপনার প্রচলন করেছিলেন, তা ছিল প্রকৃতিশিক্ষারই একটা রূপ।

আচার্য নন্দলাল বসুর শিক্ষাদর্শে কিরণমালা দেবী, সুকুমারি দেবী, গৌরী ভন্জ, যমুনা দেবী, ননীগোপাল ঘোষ, এঁদের হাত ধরে আলপনার এই রীতি সারা পৃথিবীতে খ্যাতি পেয়েছে।

পরবর্তীকালে সেই ধারা বহন করে আলপনারীতির সুযোগ্য শিল্পী হয়ে ওঠেন শ্রী সুধী রঞ্জন মুখার্জি ।

১৯৭৬ এ সুধীদা জাতীয়বৃত্তি নিয়ে কলাভবনে আসেন। পরবর্তীকালে সেখানেই শিক্ষকতা করার সাথে সাথে  শান্তিনিকেতনের বিভিন্ন ঋতুউৎসবে আলপনা দেওয়ার প্রধানকান্ডারী। এছাড়াও রবীন্দ্রনাট্যের পোষাক, অলঙ্কার , মন্চসজ্জাতেও তার অবদান স্মরনীয় হয়ে থাকবে।

আগামী ৬ই ফেব্রুয়ারি  সকাল ১০টায় , শান্তিনিকেতনে সোনাঝুরি গেষ্ট হাউজ, যা দুর্গাবাড়ী নামে পরিচিত, সেখানে  শ্রী সুধী রঞ্জন মুখার্জি আমাদের আলপনা নিয়ে কিছু বলবেন এবং শেখাবেন।”অনেক দিন থেকেই গানের বাইরে অন্য কিছু বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা ছিল।আগে যেমন সহজ পরব করেছি।এবার মনে হল নিজের নামে নয়, কোনো সংস্থার মাধ্যমে কাজটা করি বাংলার সংস্কৃতির বিভিন্ন ধারায় যুক্ত শিল্পীদের জন্য।

নতুন প্রজন্মের নিজ সংস্কৃতি সম্পর্কে যে চর্চা করাটাও কতটা প্রয়োজনীয় সেই সব ভাবনা থেকেই চারণ ফাউন্ডেশন তৈরি করা।” বললেন লোপামুদ্রা মিত্র।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.