মধুমিতা শাস্ত্রী : ২, ফেব্রুয়ারি, ২০২১। সম্প্রতি লোকশিল্পী মৈনাক পালধীর ‘কালোজলে কুচলা তলে’ গানটির মিউজিক ভিডিও অ্যালবাম প্রকাশিত হয়ে গেল ডিজিটাল প্লাটফর্মে। মেদিনীপুর জেলার মানুষের সাথে ঝুমুর গানের আত্মার সম্পর্ক। আর শিল্পী নিজে যেহেতু মেদিনীপুর জেলার মানুষ, তাই তাঁর মনে সুপ্ত বাসনা ছিল ঝুমুর গানকে জনসমক্ষে তুলে ধরা। তিনি জানান, তাঁর গুরু অভিজিৎ বসুর কাছে এই গানটি শিখেছেন। তাই গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং ঝুমুর গানকে বৃহত্তর ক্ষেত্রে তুলে ধরতেই এই মিউজিক ভিডিওটি বানানো।
‘কালোজলে কুচলা তলে’ গানটি ২০১৫ সালে সাগরিকা থেকে প্রকাশিত দশটি গানের অডিও অ্যালবাম ‘ভিতর বাহিরে’-র অন্তর্ভুক্ত ছিল। অনেক সমাদর পেয়েছিল অ্যালবামটি। অ্যালবামটির দ্বিতীয় গান ছিল ‘কালোজলে কুচলা তলে’। গানটি অভিজিৎ বসু নিজে গেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘উত্তরা’ সিনেমাতে।
Be First to Comment