Press "Enter" to skip to content

‘লুমস বিবস এন্ড মোর’ শীর্ষক মেলার উদ্বোধনে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়…….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৮, মার্চ ২০২১। করোনা অতিমারীর পরবর্তী সময়ে সারা রাজ্য জুড়ে নানান ধরণের মেলা আমরা প্রত্যক্ষ করেছি। এখন যে মেলাটির কথা বলবো এই মেলা আর সাধারণ মেলার থেকে সম্পূর্ণ আলাদা। মূলত অটিজিম আক্রান্ত বিভিন্ন মানুষজনের তৈরি নানান গহনা বুটিক শাড়ি চাদর সহ ঘর সাজানোর নানা উপকরণ ও উপহার এর সরঞ্জাম নিয়ে সম্প্রতি তিনদিনের এক মেলা অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ কলকাতার পূর্ণ দাস রোডে। ‘লুমস বিবস এন্ড মোর’ শীর্ষক এই মেলার উদ্বোধন করেছেন বিশিষ্ট অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এই মেলায় ৩৫ টি বিভিন্ন ধরনের স্টল ছিল। বহু মানুষ এই মেলায় বিভিন্ন সামগ্রী মন ভরে কেনাকাটা করেছেন।

সঞ্চিতা ঘোষ ও মৈত্রেয়ী পাঠক যৌথভাবে সুন্দর ভাবে এই মেলার আয়োজন করে আসছেন গত ২০১৪ সাল থেকে। গুজরাট, তেলেঙ্গানা, মির্জাপুর, দিল্লি, হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্য থেকে হ্যান্ডলুম কোম্পানিগুলো মেলায় অংশগ্রহণ করে। অটিজিম আক্রান্ত এই সমস্ত শিল্পীদের মধ্যে অনেকেই ইতিমধ্যে তাদের কাজের জন্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *