বিশেষ প্রতিনিধি : ৫ নভেম্বর ২০২১। লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রাল এর ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন হলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎসমন্ত্রী অখিল গিরি, ছিলেন মহকুমা শাসক, গভর্নর লায়ন পার্থ চ্যাটার্জী, কন্টাই মিউনিসিপালিটির চেয়ারম্যান বিশিষ্ট ব্যক্তিত্ব অমলেশ মিশ্র – ক্লাব প্রেসিডেন্ট, ও লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর আশীষ কুমার সালুই, লায়ন্স এর অন্যান্য ডিগনিটারিস ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এখানে শৈশব থেকে কৈশোর পর্যন্ত সমস্ত ভ্যাকসিনের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনুমতি পেয়ে পথ চলা শুরু করলো।… স্থান ক্লাব ডেন অ।
Be First to Comment